ছেলেকে চাকরি পাইয়ে দেওয়া অভিযুক্ত শিক্ষক এখনও অধরা, CID-তে ক্ষোভ আদালতের

ছেলেকে চাকরি পাইয়ে দেওয়া অভিযুক্ত শিক্ষক এখনও অধরা, CID-তে ক্ষোভ আদালতের

মুর্শিদাবাদ: রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির ঘটনায় উত্তাপ বহাল আছে। প্রতিদিন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। দুর্নীতির জাল যে বঙ্গের মধ্যে অনেকদূর বিস্তৃত হয়েছে তা আগেই দাবি করেছিল তদন্তকারী সংস্থারা। বিভিন্ন ক্ষেত্রে খোদ শিক্ষকরাই অভিযুক্ত হয়েছেন। এই রকমই এক দুর্নীতির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। শিক্ষকের নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার সেই ঘটনায় এবার আদালতের রোষের মুখে সিআইডি। 

আরও পড়ুন- চারদিনেই নাজেহাল! তিহাড়ে মন বসছে না কেষ্টর, আসানসোলে ফিরতে চেয়ে আবেদন

নিয়োগ দুর্নীতির মামলায় ডিআইজি সিআইডি’র তদন্ত আদালতকে শুধু নিরাশ করেছে তা নয়, তদন্তের গতিও ধীর হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে আদালতের প্রশ্ন, ডিআইজি সিআইডি তদন্তে আস্থা রেখে কি ভুল করা হয়েছিল? বিষয় হল, সিবিআই তদন্তের নির্দেশ না দিয়ে ডিআইজি সিআইডি ওপর আস্থা রেখে ছিল আদালত। কিন্তু এই মুহূর্তে সিআইডি তদন্তে খুশি নন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাই এই ইস্যুতে ডিআইজি সিআইডির রিপোর্ট তলব করেছেন তিনি, আগামী সপ্তাহে সেই রিপোর্ট জমা দিতে হবে।