নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব, পুলিশের ভূমিকা জানতে চায় আদালত

নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব, পুলিশের ভূমিকা জানতে চায় আদালত

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ওপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কী কী তদন্ত করেছে, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য। পাশাপাশি, মামলার কেস ডায়েরি আনতে হবে আদালতে। এই মামলার পরবর্তী শুনানি ৩ মার্চ।   

আরও পড়ুন- ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার পিছু কত টাকা গুণতে হবে কলকাতায়?

শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথের জনসংযোগ কর্মসূচি চলছিল। অভিযোগ উঠেছে, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ঘিরে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে  ঢিল ছোড়ে তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির কাচ ভেঙে যায়৷ নিরাপত্তারক্ষীরা কোনও ভাবে নিশীথকে সেখান থেকে বের করে নিয়ে যান। এই ঘটনায় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল গেরুয়া শিবির।