বাংলায় কটি আসন পাবে বিজেপি? রিপোর্ট তলব দিল্লির

নয়াদিল্লি: পঞ্চম দফার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে জয়ের রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের৷ কোন কোন আসনে জয় পেতে পারে দল,…

bjp

নয়াদিল্লি: পঞ্চম দফার লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে জয়ের রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের৷ কোন কোন আসনে জয় পেতে পারে দল, কোন কোন আসনে জয়ের পথে বাধা আসতে পারে, বিস্তারিত জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিতে বলা হয়েছে বঙ্গ নেতৃত্বকে৷ কিন্তু, হঠাৎ কেন রিপোর্ট তলব?

ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির নেতা-নেতামন্ত্রীরা গলা ফুলিয়ে বিভিন্ন জনসভা থেকে দাবি করছেন, এবার নাকি ৩৫০ আসন পাবে বিজেপি৷ ছাপিয়ে যাবে ম্যাজিক ফিগার৷ কিন্তু, ভোট শেষ হওয়ার আগে থেকেই কীভাবে এই দাবি করছেন বিজেপি নেতারা? প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিকে মানসিক ভাবে চাপে রাখার কৌশল? নাকি, অন্য কোনও ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বিজেপি? এই নিয়ে দেশজুড়ে কম জল্পনা হয়নি৷ এবার সরাসরি কত আসনে জয় আসতে পারে, তা জানতে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট তলব দিল্লি নেতৃত্বের৷ আজ পঞ্চম দফার ভোটপর্ব শেষ হওয়ার পরই ‘জয়ে’র সম্ভাব্য পরিসংখ্যান পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বাংলা থেকে রিপোর্ট জমা হওয়ার পর, সেই রিপোর্ট নিয়ে সাংগঠনিক হিসেব মেলাবেন শাহ, নাড্ডারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *