ধর্মঘট ভাঙতে এলে প্রত্যাঘাত হবে, হুঁশিয়ারি সূর্যকান্তর

কলকাতা: আগামী মঙ্গল ও বুধবার শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের দিন তাঁদের ভূমিকা কী হবে, তা নিয়ে ভিন্ন সুরে কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও সিটুর রাজ্য সভাপতি অনাদি সাহু। ধর্মঘট নিয়ে রবিবার তাঁরা পৃথক সাংবাদিক বৈঠক করেন। অনাদিবাবুর সঙ্গে ধর্মঘটে শামিল হওয়া আইএনটিইউসি সহ আরও ১১টি শ্রমিক সংগঠনের রাজ্য নেতারা ছিলেন। তাঁদের

ধর্মঘট ভাঙতে এলে প্রত্যাঘাত হবে, হুঁশিয়ারি সূর্যকান্তর

কলকাতা: আগামী মঙ্গল ও বুধবার শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের দিন তাঁদের ভূমিকা কী হবে, তা নিয়ে ভিন্ন সুরে কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও সিটুর রাজ্য সভাপতি অনাদি সাহু। ধর্মঘট নিয়ে রবিবার তাঁরা পৃথক সাংবাদিক বৈঠক করেন। অনাদিবাবুর সঙ্গে ধর্মঘটে শামিল হওয়া আইএনটিইউসি সহ আরও ১১টি শ্রমিক সংগঠনের রাজ্য নেতারা ছিলেন।

তাঁদের পাশে বসিয়ে অনাদিবাবু ও রাজ্য সিটুর প্রবীণ নেতা সুভাষ মুখোপাধ্যায় জানিয়ে দেন, ওই দু’দিন তাঁরা ধর্মঘট সফল করতে রাস্তায় নামবেন। সড়ক ও রেললাইন অবরোধ করা হবে। সুভাষবাবু অভিভাবকদের পরামর্শ দিয়েছেন, তাঁরা যেন ওই দু’দিন ছেলেমেয়েদের স্কুলে না পাঠান। কারণ অপ্রীতিকর ঘটনা ঘটতেও পারে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি সবার আগে। অন্যদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ধর্মঘট সফল করতে আমরা জোর জবরদস্তি করতে চাই না। তবে জোর করে ধর্মঘট ভাঙতে এলে প্রত্যাঘাত করা হবে বলে তিনিও হুঁশিয়ারি দিয়েছেন। শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, রাস্তা ও রেল অবরোধ করার ব্যাপারে সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিষেবার মধ্যে থাকলেও জঞ্জাল সাফাইয়ে যুক্ত শ্রমিকদের এবার ধর্মঘটে শামিল করা হয়েছে। বিদ্যুৎকর্মীরাও ধর্মঘটে আছেন। ফলে মেরামতি সংক্রান্ত কাজ ব্যাহত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 19 =