রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নয়া কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

কলকাতা: আইন-শৃঙ্খলা নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষক সংগঠনের অরাজনৈতিক কর্মসূচির বাতিল করেছে কোচবিহার জেলা পুলিশ৷ অরাজনৈতিক কর্মসূচি বাতিল হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ গোটা ঘটনার প্রতিবাদে নতুন বছরের শুরুতেই নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ৷ প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি বই দিবস৷ বিশ্ব

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নয়া কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

কলকাতা: আইন-শৃঙ্খলা নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষক সংগঠনের অরাজনৈতিক কর্মসূচির বাতিল করেছে কোচবিহার জেলা পুলিশ৷ অরাজনৈতিক কর্মসূচি বাতিল হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ গোটা ঘটনার প্রতিবাদে নতুন বছরের শুরুতেই নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি বই দিবস৷ বিশ্ব পুস্তক দিবসকে হাতিয়ার করে এবার প্রতিবাদে নামছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ সংগঠনের তরফে জানানো হয়েছে, ২ জানুয়ারি বিশ্ব পুস্তক দিবসের দিন কালো ব্যাজ পরে স্কুলে যাবেন শিক্ষকরা৷ জানাবেন প্রতিবাদ৷ সঙ্গে ফেসবুক প্রোফাইল কালো করে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে৷ আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে প্রতীকী প্রতিবাদ৷ একই সঙ্গে বেতন বঞ্চনা সংক্রান্ত সমস্যা জনসমক্ষে তুলে ধরারও ডাক দেওয়া হয়েছে৷

প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আগামী ৩০ ডিসেম্বর উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে কোচবিহারে রাজ্য সমাবেশ ও মহামিছিলের ডাক দেওয়া হয়৷ অভিযোগ, কর্মসূচির ২০ দিন আগে পুলিশি অনুমতি চাওয়া হলেও জেলা পুলিশের তরফে তা খারিজ করে দেওয়া হয়৷ শিক্ষকদের অরাজনৈতিক কর্মসূচিতে অনুমোদন না দেওয়ায় পুলিশ ও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

সংগঠনের তরফে সন্দীপ ঘোষ জানিয়েছেন, ‘‘আবারও প্রমাণ হল পুলিশ প্রশাসন uuptwa সংগঠনের নামে কতটা আতঙ্কিত৷ ২০ দিন আগে পুলিশি অনুমতির জন্য চিঠি দেওয়া হয়েছিল৷ সেই অনুমতি কোচবিহারের পুলিশ প্রশাসন বাতিল করে দিলেন৷ যুক্তি দিলেন বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা আসবেন, এতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে৷ খুব জানতে ইচ্ছে করে, একটা অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন uuptwa, তাঁদের কর্মসূচিতে কি এতটাই ভয়ঙ্কর, যে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে৷ আমাদের সংগঠনের একমাত্র দাবি, প্রতিটি প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন দিতে হবে৷ এই দাবিটি এতই ভয়ঙ্কর যে প্রশাসন এটাকেও বিভিন্ন সরকারবিরোধী কার্যকলাপের সঙ্গে গুলিয়ে ফেলেছে৷ আমরা এরপরও কোচবিহারে কর্মসূচি করতে পারতাম, কিন্তু প্রশাসন যখন আমাদের আটকে দিয়েছেন, আমরা এখন পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি প্রশাসনকে, আমরা জানুয়ারির মাঝামাঝি বিনা অনুমতিতে শান্তিপূর্ণ মিছিল করে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমাদের দাবি জানাব৷ দেখতে চাই প্রশাসন আমাদের আটকাবার জন্য কী ব্যবস্থা নেয়৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *