ফের SSC-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টে গেল ৩৫ জন চাকরিপ্রার্থী

ফের SSC-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সুপ্রিম কোর্টে গেল ৩৫ জন চাকরিপ্রার্থী

কলকাতা: প্রথম মেধা তালিকায় নাম থাকলেও পরবর্তী মেধা তালিকা থেকে নাম বাদ! এই অভিযোগ তুলে ফের একবার এসএসসি-র বিরুদ্ধে সরব হল একাধিক চাকরিপ্রার্থী। তবে শুধু অভিযোগ করাই নয়, এই ইস্যুতে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। অভিযোগকারী এই ৩৫ জন চাকরিপ্রার্থী কাউন্সিলিং বন্ধ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। 

মামলাকারীদের বক্তব্য, ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের এসএলএসটি পরীক্ষার মেধাতালিকা ২০১৯ সালে অক্টোবর মাসে প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই তালিকায় অসংগতি থাকার কারণে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং পরবর্তী সময়ে আদালত তা বাতিল করে স্বচ্ছ নিয়োগের মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়। তবে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে। সেখানে প্রথম মেধা তালিকায় যারা ছিল তাদের নাম বাদ দিয়ে অনেকের অ্যাকাডেমিক নম্বর, টেট-র নম্বর ও প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের নামও সেই নতুন তালিকায় দেওয়া হয় বলে অভিযোগ।   

এরপর প্রথম প্রকাশ হওয়া মেধা তালিকাভুক্ত প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যান। কিন্তু বিচারপতি সেই তালিকা বাতিল না করে স্কুল সার্ভিস কমিশনের কাছে অভিযোগ জানানোর নির্দেশ দেন মামলাকারীদের। সেই সময়ে অভিযোগকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে নির্দেশ আসে, তালিকাভুক্ত প্রার্থীরা এসএসসির কাছে অভিযোগ জানাবে এবং কোর্টের নজরদারিতেই নিয়োগ প্রক্রিয়া চলবে। যদিও পরবর্তী সময় বেঞ্চ বদল হয়ে মামলা চলে যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এবং সেই বেঞ্চ প্রথম মেধাতালিকা ভুক্ত প্রার্থীদের এবং এরকম অসংখ্য মামলাকারীদের বক্তব্য না শুনে ২০২৩ সালের ৮ আগস্ট এসএসসি প্যানেল প্রকাশের নির্দেশ দেয়। চূড়ান্ত অসঙ্গতি, অস্বচ্ছতা থাকলেও মামলাকারীদের বক্তব্য না শুনে ডিভিশন বেঞ্চ কাউন্সেলিংয়ের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *