১৮৯ জনকে কালাপানি পাঠানো হবে! কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

১৮৯ জনকে কালাপানি পাঠানো হবে! কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা: বলা যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় এসেছে। তবে তা নেতিবাচক। কিছুদিন আগেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তো ছিলই, তাঁর বাড়ি থেকে বহু ওএমআর সিট, অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে। আর এই নিয়েই আবার বিতর্ক। ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে, ২০২২ সালের টেটে দুর্নীতি হয়েছে কিনা। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, যাদের ওএমআর সিট ওই বাড়িতে পাওয়া গিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। সবাইকে কালাপানি পাঠানো হবে। 

আরও পড়ুন: কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! ক্ষোভ প্রকাশ বিচারপতির

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর নির্দেশেই তদন্ত করছে ইডি, সিবিআই। আর তার জেরেই নিয়োগ কাণ্ডে একাধিক গ্রেফতারি হয়েছে রাজ্যে যাদের মধ্যে আছে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বও। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কুন্তল ঘোষের বাড়িতে ওএমআর সিট পাওয়া নিয়ে মন্তব্য করলেন। তাঁর কথা, কম করেও ১৮৯টি ওএমআর সিট পাওয়া গেছে কুন্তলের বাড়িতে, তার মধ্যে কিছু অরিজিনাল, আবার কিছু জেরক্স কপি। দরকারে ওই সব পরীক্ষার্থীদের কালাপানি পাঠানো হবে, কাউকে রেহাত করা হবে না।

 

ইডি জানিয়েছে, গত ডিসেম্বরে টেটের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ওএমআর সিটের কপি মিলেছে কুন্তলের বাড়িতে। কম করে ১৮৯ জনের ওএমআর সিট তো হবেই। এখন প্রশ্ন, কী ভাবে ওই ওএমআর সিট ওখানে গেল, কাদের ওএমআর সিট ওগুলি। কোন কোন পরীক্ষার্থীরা এতে জড়িত তা জানতে সিবিআইকে তিন দিন সময় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *