পুলিশকর্মীর মৃত্যু, থানাগুলিকে ডেঙ্গি নিয়ে দেওয়া হল বিশেষ নির্দেশ

পুলিশকর্মীর মৃত্যু, থানাগুলিকে ডেঙ্গি নিয়ে দেওয়া হল বিশেষ নির্দেশ

কলকাতা: ডেঙ্গিতে এএসআই উৎপল নস্করের মৃত্যু নাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশের অন্দরমহল। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ফোন করেছেন কলকাতা পুরসভার কমিশনারকে। ডেঙ্গি নিয়ে বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে এবং সকলকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কী সেই নির্দেশ, জেনে নেওয়া যাক।  

আরও পড়ুন- তিনিই মাস্টারমাইন্ড! নিয়োগের প্রতিটি ধাপে ছিল তাঁর লোক, সায় না দিলেই অপসারণ, দাবি চার্জশিটে

জানা গিয়েছে, কলকাতা পুলিশের প্রতিটি থানার ওসিকে নিয়মিত পুরসভার সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি থানাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আবেদন জানান হয়েছে। জল যাতে কোথাও জমতে না পারে তার দিকে নজর দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই একাধিকজনের মৃত্যু এবং কলকাতার ডেঙ্গি সংক্রমণ চিন্তা বাড়িয়েছে রাজ্য তথা শহরবাসীর। তার মধ্যে এই পুলিশ কর্মীর মৃত্যু আরও আশঙ্কা বৃদ্ধি করছে ডেঙ্গি নিয়ে।

বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা উৎপল গত রবিবার থেকে জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সন্দেহ হওয়ায় তিনি ডেঙ্গি পরীক্ষা করান। রিপোর্ট পসিটিভ আসে। বৃহস্পতিবার কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে শারীরিক উন্নতি একদমই হয়নি। শনিবার ভোরে তিনি মারা যান। এমনিতেই সম্প্রতি যে পরিসংখ্যান দেখা গিয়েছে তাতে দক্ষিণ কলকাতায় সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছে। গোটা শহরের অবস্থাও খুব একটা ভালো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *