পর পর কন্যা, সদ্যোজাতকে খুনের কথা কবুল ঠাকুরদার

কাঁথিতে নিখোঁজ ১৫ দিনের শিশুকন্যাকে খুনের কথা স্বীকার করলেন মৃতের ঠাকুরদা। ১৩ তারিখ গভীর রাতে বাড়ির ভিতর বিছানা থেকে ১৫ দিনের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায় বলে জানান তার পরিবারের সদস্যরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা অভিযোগ করেন, শিশুকন্যাটিকে পরিকল্পিত ভাবে খুন করে ঘটনাটা ধামাচাপা দিতে নাটক করছেন মা সীমা পয়ড়্যা ও বাবা শুভজিৎ পয়ড়্যা।

পর পর কন্যা, সদ্যোজাতকে খুনের কথা কবুল ঠাকুরদার

কাঁথিতে নিখোঁজ ১৫ দিনের শিশুকন্যাকে খুনের কথা স্বীকার করলেন মৃতের ঠাকুরদা। ১৩ তারিখ গভীর রাতে বাড়ির ভিতর বিছানা থেকে ১৫ দিনের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায় বলে জানান তার পরিবারের সদস্যরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা অভিযোগ করেন, শিশুকন্যাটিকে পরিকল্পিত ভাবে খুন করে ঘটনাটা ধামাচাপা দিতে নাটক করছেন মা সীমা পয়ড়্যা ও বাবা শুভজিৎ পয়ড়্যা। কাঁথি থানার পুলিস পেশায় সিভিক ভলেন্টিয়ার শুভজিৎ, সীমা, দিদিমা জোৎস্না সামন্ত ও ঠাকুমা মিনতিকলি পয়ড়্যাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় শিশুটির ঠাকুরদা সুপ্রভাত পয়ড়্যাকেও। শনিবার কাঁথি আদালত ধৃতদের পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয়। বৃহস্পতিবার, ধৃত ৫ জনকে কাঁথি মহকুমা আদালতে তোলার সময়, খুনের কথা স্বীকার করেন সুপ্রভাত পয়ড়্যা। পুত্রের দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ায় পরিবারে প্রায়শই অশান্তি লেগে থাকত। তার জেরেই শিশুকন্যাকে মেরে বাড়ির পুকুরে ফেলে দেন অভিযুক্ত ঠাকুরদা। পাশাপাশি, সদ্যোজাতের মাকেও ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + three =