বুকে জ্বলজ্বল করছে মীনাক্ষীর ট্যাটু! লালঝান্ডা হাতে বামেদের সভায় ইনি কে?

চুঁচুড়া: চার দফায় ভোট হয়ে গিয়েছে৷ আগামী ২০ মে পঞ্চম দফার ভোট৷ জোর কদমে চলছে ভোটের প্রচার৷ তৃণমূল-বিজেপি’র পাশাপাশি মিটিং মিছিল চালাচ্ছে বামেরাও৷ কমবেশি ভিড়ও…

চুঁচুড়া: চার দফায় ভোট হয়ে গিয়েছে৷ আগামী ২০ মে পঞ্চম দফার ভোট৷ জোর কদমে চলছে ভোটের প্রচার৷ তৃণমূল-বিজেপি’র পাশাপাশি মিটিং মিছিল চালাচ্ছে বামেরাও৷ কমবেশি ভিড়ও হচ্ছে সেই সব সভায়৷ বিশেষ করে ভিড় টানছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বাম যুব নেতা-নেত্রীদের সমাবেশ৷ বুধবার হুগলির চুঁচুড়ায় ডিআই মাঠে বাম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সভা করতে যান মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই সভাতেই ঘটল অবাক কাণ্ড। সভার মাঝে লালঝান্ডা হাতে খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক যুবককে। জানা যায়, তাঁর নাম সুজিত বসু। কিন্তু খালি গায়ে কেন? বুকের উপর চোখ পড়তেই থমকাতে হল৷ সেখানে আঁকা ট্যাটু৷ তাতে আঁকা বাম যুবনেত্রী মীনাক্ষীর ছবি।

 

বুকে মীনাক্ষীর ছবি কেন? বুদ্ধদেব ভট্টাচার্যের মতো বর্ষীয়ান নেতা এখনও জীবীত রয়েছেন। রাজনীতির ময়দানে সক্রিয় সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বিমান বসুর মতো নেতারা৷ অন্যান্য বাম নেতানেত্রীরাও তো আছেন। প্রশ্নের উত্তের সুজিতের সোজাসাপটা জবাব, ‘‘মীনাক্ষী আমাদের ক্যাপ্টেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাকে স্যালুট জানাতেই এই ট্যাটু্।’’ তবে তিনি অন্যান্য বাম নেতানেত্রীদেরও যে সমান ভাবে সম্মান করেন, সে কথাও স্পষ্ট জানিয়েছেন৷

 

 

এদিকে ‘ভক্ত’ সুজিতের বুকের ট্যাটু প্রসঙ্গে মীনাক্ষীর বক্তব্য, ‘‘ভক্ত বলবেন না। আমরা একসঙ্গে রাস্তায় লড়াই আন্দোলন করি৷  থাকি। কোনও কর্মীকে কোনও নেতার বা কোনও নেতাকে কোনও কর্মীর পছন্দ হতেই পারে। সেই পছন্দের ভিত হল রাজনীতি। ভিতটা হল আদর্শের।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *