‘বিধি মেনে পৌঁছবে ক্ষতিপূরণ’! রিমেলের থাবায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা মমতার

কলকাতা: রাজ্যে ঘূর্ণিঝড়ের বলি চার৷ রেমালের তাণ্ডবে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে৷ তবে এখনও ভোট…

কলকাতা: রাজ্যে ঘূর্ণিঝড়ের বলি চার৷ রেমালের তাণ্ডবে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে৷ তবে এখনও ভোট পর্ব মেটেনি৷ ফলে রাজ্যে লাগু রয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী আচরণবিধি উঠে গেলে সরকার এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। প্রতি বছরই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এ বারও সাইক্লোন ‘রেমালে’র প্রভাবে এ রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলক ভাবে অনেকটাই কম হয়েছে।’’ যে এলাকাগুলি বিপজ্জনক ছিল, সেখান থেকে সাধারণ মানুষকে সরিয়ে আগেই ‘সেল্টার হোমে’ নিয়ে যাওয়া হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী৷

 

এক্স হ্যান্ডেলে মমতা আরও লেখেন, ‘‘নিহতদের পরিবারবর্গকে আমার আন্তরিক সমবেদনা জানাই, তাঁদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বণ্টনও আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *