কলকাতা: নতুন করে আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বৈধ থাকবে। কিন্তু তারপর থেকে আর বৈধ বলা যাবে না এই নোটকে। শুক্রবার এমনটা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সিদ্ধানের কথা সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। আর একে একে বিরোধী রাজনৈতিক দলগুলি আক্রমণ করা শুরু করেছে বিজেপি সরকারকে। বাদ যাননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইট করে কেন্দ্রকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘বিলিয়ন ডলার ধোঁকা হয়েছে।’
মমতা লেখেন, ”এটা কোনও ২০০০ টাকার ধামাকা ছিল না, আসলে কোটি কোটি ভারতীয়কে বিলিয়ন ডলার ধোঁকা দেওয়া হয়েছে। ভাই-বোনেরা এবার জেগে উঠুন। নোট বাতিলের সময় যে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের তা ভোলার নয়। যাঁরা এই কষ্ট দিয়েছিল তাঁদের কোনওভাবেই ক্ষমা করা যাবে না।” প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দি করে এই ২ হাজার টাকার নোট চালু করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ২০০০ টাকা আর বৈধতা পাবে না অক্টোবর মাস থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাবি করেছিলেন যে, নোটবন্দির ফলে দুর্নীতি মুক্ত হবে দেশ। কালো টাকা ঘরে ফিরবে। কিন্তু বাস্তব পরিসংখ্যান যা বলেছে তা ঠিক এই দাবির উল্টো।
So it wasn’t ₹2000 dhamaka but a billion dollar dhoka to a billion Indians . Wake up my dear brothers and sisters. The suffering we have endured due to demonetisation can’t be forgotten and those who inflicted that suffering shouldn’t be forgiven.
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2023
এদিকে আরবিআই জানিয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। একই সঙ্গে জানান হয়েছে, যে কোনও ব্যাঙ্ক থেকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। সুতরাং এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে।