অমিতের ছেলে থেকে গেলেন, সৌরভ বাদ কোন উদ্দেশ্যে? জানতে চান মমতা

অমিতের ছেলে থেকে গেলেন, সৌরভ বাদ কোন উদ্দেশ্যে? জানতে চান মমতা

কলকাতা: বিসিসিআই সভাপতির পদ গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁর জায়গায় আসছেন প্রাক্তন বিশ্বকাপার রজার বিনি। কিন্তু সৌরভের পদও গেলেও বিসিসিআই-তে নিজের পদে থেকে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। বিশেষজ্ঞ মহল এই নিয়ে আলোচনায় ব্যস্ত। আর এই ইস্যুতে বড় প্রশ্নটাই তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান, অমিত শাহের ছেলে থেকে গেলেন, তাহলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?

আরও পড়ুন- মৃত মায়ের গর্ভ থেকে জন্ম নিল ফুটফুটে সন্তান, চিকিৎসকদের কুর্নিশ পরিবারের

উত্তরবঙ্গ সফরের জন্য এদিন রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পূর্ণ সমর্থন জানান সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মমতা বলেন, সৌরভ বাংলার গৌরব। তিনি দক্ষতার সঙ্গে যেমন মাঠে খেলেছেন ঠিক তেমনই দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজ সামলেছেন। একটা রায় এসেছিল। ৩ বছর করে সুযোগ সৌরভকেও দেওয়া হয়েছিল আর মন্ত্রীর পুত্র যিনি আছেন, সকলেই জানেন, তাকেও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কী কারণে মন্ত্রী পুত্র থেকে গেলেন আর সৌরভকে বাদ দেওয়া হল, তা বুঝতে পারছেন না মমতা। বলেন, তিনি জানতে চান এমনটা কেন হল।

এই প্রেক্ষিতেই মমতা জানান, তিনি চান সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-তে যান। তিনি মনে করেন, বিসিসিআইয়ের পর আইসিসি হতে পারে তাঁর জন্য সবথেকে উপযুক্ত জায়গা। ভারতের থেকে ২-৩ জন আইসিসি-তে যাওয়ার ক্ষমতা রাখেন যাদের মধ্যে সৌরভ আছেন বলেই মনে করে মমতা। তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন, সৌরভের বিষয়ে ভেবে দেখার জন্য এবং যাতে তাঁকে আইসিসি-তে লড়তে দেওয়া হয় তা দেখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *