NRC হতে দেবেন না, তিনি গ্যারেন্টার! মালদহে মমতা

NRC হতে দেবেন না, তিনি গ্যারেন্টার! মালদহে মমতা

মালদহ: ফের এনআরসি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে আপাতত জেলা সফরে আছেন তিনি। আর এই সফর থেকেই এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এনআরসি নিয়ে বড় দাবি করলেন মমতা। স্পষ্টভাবেই দাবি করলেন, এখানে (বাংলায়) কোনও এনআরসি হবে না। এদিন মালদহ ও মুর্শিদাবাদ জেলাকে নিয়ে একসঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই তাঁর এই বার্তা। মমতার কথায়, এনআরসি হবে না, গ্যারেন্টার তিনি নিজে। 

মালদহের এই সভা থেকে আজ মমতা নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, এখন সব কাগজ খুঁজছে তারা, কোনও একটি কিছু না পেলেই বিদেশি বানিয়ে দেওয়ার চেষ্টা হবে। কিন্তু বাংলার মাটিতে তিনি এনআরসি হতে দেবেন না। মমতার সংযোজন, কোনও এনআরসি হবে না। নাগরিকত্ব নিয়ে যেন সকলে নিশ্চিন্তে থাকে। অসমে যা করা হয়েছে তা তিনি বাংলায় কোনও ভাবেই করতে দেবেন না। তবে বঙ্গবাসীকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। মমতা বলেছেন, সকলে যেন ভোটাধিকার প্রয়োগ করেন। কোনও ভাবেই যেন তার ভুল না হয়। আর আধার কার্ড সময় মতো আপডেট করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।