শিক্ষা দপ্তরের নয়া নির্দেশে চূড়ান্ত বিপাকে বহু স্কুলগুলি

কলকাতা: সমস্ত স্কুলের তৃতীয় সার্বিক মূল্যায়নের ফলাফলের রিপোর্ট ২৪ ডিসেম্বরের মধ্যে চেয়ে পাঠানো হয়েছে সমগ্র শিক্ষা অভিযানের অফিস থেকে। আগে যা বার্ষিক পরীক্ষায় ছিল, এখন সেটাই তৃতীয় সার্বিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। কিন্তু এতে বেশ বেকায়দায় পড়েছে স্কুলগুলি। কারণ, সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তা ২৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট চেয়েছেন ঠিকই। কিন্তু সেটা

শিক্ষা দপ্তরের নয়া নির্দেশে চূড়ান্ত বিপাকে বহু স্কুলগুলি

কলকাতা: সমস্ত স্কুলের তৃতীয় সার্বিক মূল্যায়নের ফলাফলের রিপোর্ট ২৪ ডিসেম্বরের মধ্যে চেয়ে পাঠানো হয়েছে সমগ্র শিক্ষা অভিযানের অফিস থেকে। আগে যা বার্ষিক পরীক্ষায় ছিল, এখন সেটাই তৃতীয় সার্বিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। কিন্তু এতে বেশ বেকায়দায় পড়েছে স্কুলগুলি। কারণ, সমগ্র শিক্ষা অভিযানের রাজ্য প্রকল্প অধিকর্তা ২৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট চেয়েছেন ঠিকই। কিন্তু সেটা ডিআইদের থেকে। ডিআইরা সার্কেল স্তর থেকে তা চেয়ে পাঠিয়েছেন ২০ ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ, স্কুলগুলিকে আরও আগে তা সার্কেল অফিসে পাঠিয়ে দিতে হবে। এদিকে, অনেক স্কুলেই এখনও পরীক্ষা চলছে। এত দ্রুত সব ক্লাসের পরীক্ষার ফলাফল প্রকাশ করা কার্যত অসম্ভব বলেই মনে করছেন শিক্ষক ও প্রধান শিক্ষকরা। বেশ কিছু স্কুল ঠিক করে রেখেছিল, ২৬ বা ২৭ ডিসেম্বর ফলপ্রকাশ করবে। কিন্তু তারা এখন অথৈ জলে পড়েছে। বিটিইএ-র সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, শিক্ষাদপ্তর সব কিছুতেই এত তাড়াহুড়ো করছে কেন জানি না। শিক্ষাবর্ষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই রিপোর্ট চাওয়া হলেই তা যুক্তিযুক্ত হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =