বড়দিনের ‘উপহার’ নিয়ে রাজ্যে আসছেন মোদী

কলকাতা: বড়দিনের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, খোদ অমিত শাহ দিল্লিতে বৈঠকের পর মোদীর রাজ্যে আসার কথা জানিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রীর আগে তিনিও আসছেন রাজ্যে। ডিসেম্বরেই রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে বিজেপি। অন্তত বিজেপি সূত্রে খবর চলতি মাসেই বড়দিনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুত্বের হাওয়া তুলে এ রাজ্যে ডিসেম্বরের প্রথম

বড়দিনের ‘উপহার’ নিয়ে রাজ্যে আসছেন মোদী

কলকাতা: বড়দিনের আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, খোদ অমিত শাহ দিল্লিতে বৈঠকের পর মোদীর রাজ্যে আসার কথা জানিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রীর আগে তিনিও আসছেন রাজ্যে।

ডিসেম্বরেই রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে বিজেপি। অন্তত বিজেপি সূত্রে খবর চলতি মাসেই বড়দিনের আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুত্বের হাওয়া তুলে এ রাজ্যে ডিসেম্বরের প্রথম থেকেই প্রচার শুরু লক্ষ্য ছিল। কিন্তু রথের চাকা না গড়ানোয় সেই পরিকল্পনা হোঁচট খেয়েছে। কিন্তু পাঁচ রাজ্যে খারাপ ফলের পর আর সময় নষ্ট করতে নারাজ শীর্ষ নেতৃত্ব। রথযাত্রা চললে রাজ্যে প্রধানমন্ত্রীর আসার দিন ঠিক ছিল। কিন্তু কর্মসূচি শুরুতেই ধাক্কা খাওয়ায় ১৬ ডিসেম্বর তিনি আসছেন না। এরপর ২৪ ডিসেম্বর দুর্গাপুরে সভা ছিল প্রধানমন্ত্রীর। সেনিয়েও ধোঁয়াশা তৈরি হয়। আপাতত প্রধানমন্ত্রীর দফতর থেকেও ২৪ ডিসেম্বর বাংলায় আসা নিশ্চিত করা হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কোথায় মোদী সভা করবেন তা এখনও ঠিক হয়নি। প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২২ ডিসেম্বর রাজ্যে আসবেন অমিত শাহ। আবার ৫ জানুয়ারিও রাজ্যে সভা করবেন অমিত শাহ। আসলে বাংলায় নজর এখন বিজেপি নেতৃত্বের। তাই লোকসভা ভোটের প্রচারের হাওয়া এখন থেকেই তুলতে চায় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *