বাংলায় নয়া ওয়েব সিরিজ, বড় ভূমিকায় তৃণমূল নেতা কুণাল

বাংলায় নয়া ওয়েব সিরিজ, বড় ভূমিকায় তৃণমূল নেতা কুণাল

কলকাতা: বাংলায় তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ এবং তার নেপথ্যে রয়েছেন এক রাজনৈতিক ব্যক্তিত্ব। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের উপন্যাস অবলম্বনে একটি ওয়েব সিরিজ তৈরি করছেন রাহুল মুখোপাধ্যায়। আর এই সিরিজে মুখ্য চরিত্রে কাজ করার কথা জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের। শুধু তাই নয়, আরও বড় চমক হল, এই সিরিজে তাঁর বিপরীতে কাজ করতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। চলতি মাস থেকেই এই সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। 

কুণাল ঘোষের লেখা ‘পথ হারাব বলেই’ থেকে অনুপ্রাণিত হয়ে এই ওয়েব সিরিজ বানাচ্ছেন রাহুল মুখোপাধ্যায়। সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘লহু’। খবর অনুযায়ী, এই সিরিজে মাওবাদী নেত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহিনীকে। অ্যাকশন ও রোমাঞ্চেক সংমিশ্রণেই তৈরি হতে চলেছে ওয়েব সিরিজটি। মাওবাদী নেত্রী এবং স্পেশাল ব্রাঞ্চের এক দুঁদে অফিসারের কাহিনী বলবে এই ওয়েব সিরিজ। কলকাতার পাশাপাশি শিলং সহ আরও একাধিক জায়গায় এই সিরিজের শ্যুটিং হতে চলেছে। মুক্তির পর এই ওয়েব সিরিজ কেমন প্রভাব ফেলে দর্শক মনে সেটাই এখন দেখার। 

কয়েক দিন আগেই কুণাল ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁর ‘পথ হারাব বলেই’ উপন্যাসের স্বত্ব কেনা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় প্রয়োজন হিসেবে বদল করা হলেও মূল বিষয়বস্তু একই আছে। আসলে তিনি জানান, জেলে থাকাকালীন তিনি লক্ষ্য করেছিলেন বন্দি মাওবাদীরা জেল থেকে কী ভাবে কাজ করেন। সেই প্রেক্ষাপটেই এই লেখনী।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *