স্ত্রী অদল-বদল তদন্তে নয়া মোড়, যৌন কেলেঙ্কারি এবার সিডনিতেও

কলকাতা: বলিগঞ্জের অভিজাত ব্যবসায়ী পরিবারে স্ত্রী অদল-বদল মামলার তদন্তে এ বার সিডনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার৷ সূত্রের খবর, ওই ব্যবসায়ী পরিবারের বধূ তাঁর স্বামী ও ভাশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ইতিপূর্বে৷ তিনি পুলিশকে এও জানান, কয়েক বছর আগে তিনি তাঁর মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন৷ সিডনির একটি হোটেলে ওঠেন তাঁরা৷ ওই

স্ত্রী অদল-বদল তদন্তে নয়া মোড়, যৌন কেলেঙ্কারি এবার সিডনিতেও

কলকাতা: বলিগঞ্জের অভিজাত ব্যবসায়ী পরিবারে স্ত্রী অদল-বদল মামলার তদন্তে এ বার সিডনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার৷ সূত্রের খবর, ওই ব্যবসায়ী পরিবারের বধূ তাঁর স্বামী ও ভাশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ইতিপূর্বে৷

তিনি পুলিশকে এও জানান, কয়েক বছর আগে তিনি তাঁর মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন৷ সিডনির একটি হোটেলে ওঠেন তাঁরা৷ ওই হোটেলেই ছিলেন অভিযোগকারিণীর এক বান্ধবী৷ অভিযোগকারিণীর দাবি, শুধু পরিবারের মধ্যে স্ত্রী অদল-বদলই নয়, সিডনিতে থাকাকালীন তাঁর বান্ধবীর সঙ্গেও শারীরিক ঘনিষ্ঠতা হয় তাঁর স্বামীর৷ সিডনির হোটেলে ঠিক কী হয়েছিল, তা জানতেই এ বার সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা৷ হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও তদন্তকারীরা কথা বলতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =