স্কুল শিক্ষাদপ্তরের নয়া বিজ্ঞপ্তি, কড়া পদক্ষেপের নির্দেশ

কলকাতা: পড়াশোনা ছাড়া আর অন্য কোনও উদ্দেশ্যে স্কুলের ভবন ব্যবহার করা যাবে না৷ প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক ও জেলা পরিদর্শকদের চিঠি পাঠিয়ে এমনই বার্ত দিলেন স্কুল শিক্ষাদপ্তরের কমিশনার সৌমিত্র মোহন৷ তিনি ওই চিঠিতে জানিয়েছেন, যদি এমন কোনও প্রস্তাব আসেও, তাহলে তা স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (এক্ষেত্রে জেলা পরিদর্শক) জানাতে হবে৷ তারপর সেটি দপ্তরের কাছে পাঠাতে হবে৷

স্কুল শিক্ষাদপ্তরের নয়া বিজ্ঞপ্তি, কড়া পদক্ষেপের নির্দেশ

কলকাতা: পড়াশোনা ছাড়া আর অন্য কোনও উদ্দেশ্যে স্কুলের ভবন ব্যবহার করা যাবে না৷ প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক ও জেলা পরিদর্শকদের চিঠি পাঠিয়ে এমনই বার্ত দিলেন স্কুল শিক্ষাদপ্তরের কমিশনার সৌমিত্র মোহন৷ তিনি ওই চিঠিতে জানিয়েছেন, যদি এমন কোনও প্রস্তাব আসেও, তাহলে তা স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (এক্ষেত্রে জেলা পরিদর্শক) জানাতে হবে৷ তারপর সেটি দপ্তরের কাছে পাঠাতে হবে৷ সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত? পড়াশোনার বাইরে স্কুল বিল্ডিং ও পরিকাঠামো অন্যান্য সংস্থাকে ব্যবহার করার জন্য ভাড়া দেওয়া হচ্ছে৷ এমন অভিযোগ স্কুল শিক্ষা দপ্তরের কাছে আসছে৷ কমিশনারের চিঠিতে স্পষ্ট করে এমনটা উল্লেখ করা হয়েছে৷ আরও বলা হয়েছে, এর ফলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে পড়ুয়াদের মনে৷ যা কখনওই কাম্য নয়৷ স্কুলে যে উদ্দেশ্য নিয়ে পড়তে যায় ছাত্রছাত্রীরা, তা যদি ব্যাহত হয়, তাহলে শিক্ষার সঠিক উদ্দেশ্য লক্ষ্যহীন হয়ে পড়বে৷ তাই এমন ঘটনা যাতে এড়ানো যায়, সে কথা প্রত্যেককে মাথায় রাখতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *