DA ও ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে নয়া বিদ্রোহ শিক্ষক মহলে

আজ বিকেল: প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল, ডিএ ও পে-কমিশন, ট্রান্সফার, বিদ্যালয়ে নৈশপ্রহরী ও ঝাড়ুদার, মাদ্রাসা সমস্যার সমাধান, পার্শ্ব-ভোকেশনাল-কম্পিউটার শিক্ষকদের সম্মানজনক ভাতা-সহ গুচ্ছ দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ৪৮ তম বর্ষে, দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন হতে চলেছে নদীয়ার কৃষ্ণনগর শহরে। দলমত নির্বিশেষে গঠিত শিক্ষার বিভিন্ন দাবিতে আন্দোলনকারী এই শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি

DA ও ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে নয়া বিদ্রোহ শিক্ষক মহলে

আজ বিকেল: প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল, ডিএ ও পে-কমিশন, ট্রান্সফার, বিদ্যালয়ে নৈশপ্রহরী ও ঝাড়ুদার, মাদ্রাসা সমস্যার সমাধান, পার্শ্ব-ভোকেশনাল-কম্পিউটার শিক্ষকদের সম্মানজনক ভাতা-সহ গুচ্ছ দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ৪৮ তম বর্ষে, দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন হতে চলেছে নদীয়ার কৃষ্ণনগর শহরে। দলমত নির্বিশেষে গঠিত শিক্ষার বিভিন্ন দাবিতে আন্দোলনকারী এই শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি হয়েছে জেলার শিক্ষক মহলে। তিন দিনের (২৮-৩০ ডিসেম্বর ২০১৮) এই সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপিকা মীরতুন নাহার। শহরের রবীন্দ্র ভবনে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলোক ঘোষ, নদীয়া জেলা বিদ্যালয় পরিদর্শক অনিন্দ্য কুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা৷

চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে

DA ও ষষ্ঠ পে কমিশন চালুর দাবিতে নয়া বিদ্রোহ শিক্ষক মহলেএসটিইএ’র নদীয়া জেলা সম্পাদক ও অভ্যর্থনা কমিটির সম্পাদক গিরিজা শঙ্কর রায় বললেন, ‘‘জগৎবিখ্যাত মাটির পুতুলের শহর কৃষ্ণনগরের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রায় এক হাজার নির্বাচিত প্রতিনিধি। আমরা দল-মত নির্বিশেষে সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্মেলনের প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি৷’’



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালুর দাবিতে শিক্ষক সংগঠনগুলির মধ্যে প্রথম থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে STEA । ডিএ , পে-কমিশন, ট্রান্সফার অন অ্যাপ্লিকেশন(GT) এর ব্যবস্থা, মাদ্রাসা সমস্যা, নৈশপ্রহরী ও ঝাড়ুদার নিয়োগ, বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষকদের সম্মানজনক ভাতা সহ নানা দাবিতে সম্প্রতি রাজ্যপালের কাছে দরবার করেছে এই সংগঠন। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মিত্র বললেন, ‘‘রাজ্যে শিক্ষাক্ষেত্রে এক চরম নৈরাজ্য চলছে। প্রতিবাদ করলেই বদলির হুমকি দেওয়া হচ্ছে। প্রতিবাদী সরকারী কর্মচারী ও শিক্ষকদের রাতারাতি নির্বাসনে পাঠানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা করছি। প্রথম শ্রেণি থেকে পাশ-ফেল চালু ও ষষ্ঠ পে কমিশন লাগু নিয়ে ধারাবাহিক টালবাহানা চলছে। আমরা এই সম্মেলন থেকে সরকারকে চরম হুঁশিয়ারি দিতে চাই৷’’

শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে ক্লিক করুন এখানে

ব্যাংক, মেডিক্যালের ক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলে শিক্ষকরা কেন পারছেন না -এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিশ্বজিৎ বাবু বলেন, ‘‘প্রত্যেক শিক্ষক সংগঠনই কোন না কোন দলের শাখা সংগঠন, তাই তাঁরা দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে কথা বলতে পারছে না। আমরা কোন দলের কাছে দায়বদ্ধ নই, তাই আপনাদের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বাংলার শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ দীর্ঘস্থায়ী আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি৷’’ আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই সম্মেলন রাজ্যে একটা আলোড়ন ফেলবে বলে শিক্ষামহলের অভিমত।

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

রাজ্যের তরুণ শিক্ষক নেতা দক্ষিণ ২৪ পরগনা STEA জেলা সম্পাদক অনিমেষ হালদার ‘আজ বিকেল’ -এর প্রতিনিধিকে সাফ জানালেন, ‘‘কোন দল কেন্দ্রে ক্ষমতায় যাবে বা কোন দলের রাজ্যে ভোট কমবে তা নিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের কোন বন্ধু সরকার যেমন নেই আবার কোন শত্রু সরকার নেই। শিক্ষা ও শিক্ষকদের উপর যে সরকার আক্রমণ নামে আনবে, আমরা তার তীব্র প্রতিবাদ করব৷ একদিকে কেন্দ্র ধর্মনিরপেক্ষ ও বৈজ্ঞানিক শিক্ষাকে ধ্বংস করে শিক্ষাকে গৈরিকীকরণ করছে, আর একদিকে রাজ্য সরকার শিক্ষার মূল সমস্যাগুলির সমাধান না করে শিক্ষাক্ষেত্রে চটকদারী রাজনীতি করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই৷’’  পাহাড় থেকে জঙ্গলমহল, কোচবিহার থেকে সাগর সব জেলার প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্পাদক সভাপতি পরিবর্তন না হলেও এবার কেন্দ্রীয় কমিটিতে কিছু নতুন মুখ আসার সম্ভাবনা আছে বলে সূত্রের খবর৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *