উৎসবের রাতে নাইটক্লাব থাকবে পুলিশের নজরে, বাড়ছে নিরাপত্তা

কলকাতা: বড়দিন ও নববর্ষ উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট৷ ধীরে ধীরে সেজে উঠেছে বাংলা৷ জমে উঠতে শুরু করেছে পার্টি মুড৷ বড়দিন ও নতুন বছরের উৎসব চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেদিকে মাথায় রেখে শহর কলকায় নিরাপত্তায় গুরুত্ব বাড়াল কলকাতা পুলিশ৷ নিরাপত্তার পাশাপাশি নাইট ক্লাবগুলিতে বাড়তি নজরদারিও শুরু করেছে পুলিশ৷ পার্টির আড়ালে মাদক

উৎসবের রাতে নাইটক্লাব থাকবে পুলিশের নজরে, বাড়ছে নিরাপত্তা

কলকাতা: বড়দিন ও নববর্ষ উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট৷ ধীরে ধীরে সেজে উঠেছে বাংলা৷ জমে উঠতে শুরু করেছে পার্টি মুড৷ বড়দিন ও নতুন বছরের উৎসব চলাকালীন যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেদিকে মাথায় রেখে শহর কলকায় নিরাপত্তায় গুরুত্ব বাড়াল কলকাতা পুলিশ৷ নিরাপত্তার পাশাপাশি নাইট ক্লাবগুলিতে বাড়তি নজরদারিও শুরু করেছে পুলিশ৷ পার্টির আড়ালে মাদক চক্রের কারবার রুখতেও তৎপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷

লালবাজার সূত্রে খবর, বড়দিন ও নববর্ষ উপলক্ষে শহর কলকাতায় মোতায় করা হচ্ছে এক হাজার বাড়তি পুলিশ৷ বিভিন্ন চার্চ, শপিং মল, হোটেল ও ক্লাবের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী৷ জানা গিয়েছে, ২৪ ডিসেম্বর রাত থেকে শহর কলকাতা অতিরিক্ত পুলিশ ও ১১০টি অতিরিক্ত পুলিশ পিকেট এবং ১১টি ওয়াচ টাওয়ার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ নজরদারিতে থাকছে কলকাতা পুলিশের গোয়েন্দারাও৷ মদ্যপদের বাড়াবাড়ি রুখতেও কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ৷
এছাড়াও পার্টির আড়ালে মাদক কারবার রুখতে সীমান্ত এলাকা ও বিমানবন্দরে কড়া নজরদারি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি৷ কলকাতার হোটেল-রেস্তোরাঁ-নাইটক্লাবের উপর সমান ভাবে চলবে এনসিবি নজরদারি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *