আবারও মৃত্যুহীন তিলোত্তমা, দৈনিক আক্রান্ত আরও কমল আজ

আবারও মৃত্যুহীন তিলোত্তমা, দৈনিক আক্রান্ত আরও কমল আজ

কলকাতা: আবার কোভিডে মৃত্যুহীন হল কলকাতা। যা অত্যন্ত খুশির খবর। একদিনের ব্যবধানে আবারও শহর কলকাতায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শূন্য। এদিকে,  আজ অনেকটাই কমল বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা। অন্যদিকে বাড়ছে রাজ্যের সুস্থতার হার। অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার সংক্রমণ কিছুটা নিম্নমুখী হয়েছে আজ। যদিও আক্রান্তের নিরিখে আজও শীর্ষে এই জেলা।

আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন, যা গতকালের তুলনায় কম। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৩ জন। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। একদিনে সেখানে আক্রান্ত অনেকটাই কমে ৫৩ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানকার ৪৯ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ০০৬ জন।  রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭. ৯৭ শতাংশ। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১২। মৃতদের মধ্যে ৩ জন করে দার্জিলিং এবং পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। উত্তর ২৪ পরগনায় একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়ি, নদীয়া, হাওড়া, হুগলিতে ১ জন করে মৃত্যু হয়েছে। তবে শনিবারের পর আজ কলকাতায় ফের মৃত্যু ০। এদিকে, রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ০১১ জন।

আরও পড়ুন- নিশীথের নাম না করেই আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের, অশান্তি লোকসভাতেও

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য দফতর থেকে একটি নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড অতিমারীর পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত বীমার মেয়াদ বাড়ানো হল। এই সংক্রান্ত পরবর্তী আদেশনামা প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে। ২০২০ সালের মে মাস থেকে রাজ্য সরকার কোভিড যোদ্ধাদের এই বিমার সুবিধা দিয়ে আসছে। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীর মতো যাঁরা কোভিড মোকাবিলায় সামনে থেকে লড়াই চালাচ্ছেন তাঁদের ও তাঁদের পরিবারকে সুরক্ষিত করতে ১০ লক্ষ টাকার বীমা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড অতিমারীতে লড়াই করতে গিয়ে কেউ মারা গেলে তাঁর পরিবার ১০ লক্ষ টাকা পাবে। কোভিডে আক্রান্ত হলে ১ লক্ষ টাকা পাবে। ২০২০ সালের নভেম্বর মাসে বিমার মেয়াদ সরকারিভাবে শেষ হয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *