দুর্নীতিতে জড়িয়ে থাকার সম্ভাবনা যথেষ্ট, পার্থর জামিন আবেদন ফের খারিজ

দুর্নীতিতে জড়িয়ে থাকার সম্ভাবনা যথেষ্ট, পার্থর জামিন আবেদন ফের খারিজ

কলকাতা: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় আবার জামিনের আবেদন খারিজ হয়ে গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার নগরদায়রা আদালত জানাল, দুর্নীতিতে তাঁর জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। তাই জামিন এখনই দেওয়া যাবে না। বিচারক এদিন জানিয়েছেন, আপাতত যে তথ্য সামনে এসেছে তাতে এটা কার্যত প্রমাণ হয়ে যায় যে দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার বিরাট সম্ভাবনা। প্রসঙ্গত, এদিনই মামলার শুনানিতে ইডি দাবি করেছিল যে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন। 

আরও পড়ুন- দ্রুত চিকিৎসার প্রয়োজন! অসুস্থ বাবাকে ঠেলাগাড়িতে চাপিয়েই হাসপাতালে নিয়ে গেল ছ’বছরের খুদে

নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর বহু মাস কেটে গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করে আসছেন। ইডির মামলায় আরও একবার জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। কিন্তু আজও তাঁর জামিন হল না। দুর্নীতিতে তাঁর জড়িয়ে থাকার সম্ভাবনা আছে এমন মন্তব্য করার পাশাপাশি বিচারক ‘প্রভাবশালী’ তত্ত্বেও শান দিয়েছেন। তাঁর কথায়, পার্থ চট্টোপাধ্যায় যে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই তাঁর মুক্তি হলে তিনি যে পরবর্তী সময়ে তথ্যের হেরফের করার চেষ্টা করবেন না, তা নিশ্চিত করে বলা যায় না। এখানেও সেই ইডির দাবির পক্ষেই গিয়েছে আদালতের রায়।