‘উলঙ্গ রাজা’কে রেখে বিদায় নিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ বিগত কয়েক দিন ধরে তিনি বাইপাস লাগোয়া মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷আজ, বেলা ১২টা পর প্রয়াত হন কবি৷ নবতিপর কবির স্বাস্থ্য নিয়ে সোমবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাইপাসের ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মূলত বয়সজনিত কারণেই তাঁর প্রায়ণ ঘটেছে বলে জানা গিয়েছে৷ কয়েক দিন

‘উলঙ্গ রাজা’কে রেখে বিদায় নিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে প্রয়াত হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী৷ বিগত কয়েক দিন ধরে তিনি বাইপাস লাগোয়া মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷আজ, বেলা ১২টা পর প্রয়াত হন কবি৷

নবতিপর কবির স্বাস্থ্য নিয়ে সোমবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাইপাসের ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মূলত বয়সজনিত কারণেই তাঁর প্রায়ণ ঘটেছে বলে জানা গিয়েছে৷ কয়েক দিন আগেও ভর্তি হয়েছিলেন গুরুতর অসুস্থ অবস্থায়৷ উলঙ্গ রাজা-সহ অন্যান্য কবিতা সংগ্রহের জন্য ২০০৭-এ সাহিত্য আকাদেমি প্রাপ্ত কবির বর্তমানে ৯৪ বছর বয়স৷ বার্ধক্যজনিত কারণে ‘অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল’-র কবির শারীরিক নানা সমস্যা ছিল৷ পরে আজ, দুপুরে প্রয়াত হন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *