বিকেল হতেই বৃষ্টি শুরু শহরে, দমকা হাওয়া একাধিক জেলায়

বিকেল হতেই বৃষ্টি শুরু শহরে, দমকা হাওয়া একাধিক জেলায়

কলকাতা: পূর্বাভাস যেমন ছিল সেই মতোই কলকাতায় বিকেল হতেই শুরু হল বৃষ্টি। তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস। সেই অনুযায়ী বিক্ষিপ্ত হাওয়ায় চলছে। এদিন সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছিল। কিন্তু মাঝে মাঝে আবার রোদও উঠছিল। অনেকেই ভেবেছিলেন বিকেলের দিকে হয়তো বৃষ্টি নাও হতে পারে। কিন্তু অবশেষে নামল বর্ষণ। 

এমনিতেই চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে, এমন আভাস মিলেছিল। হাওয়া অফিস জানিয়েছিল, সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। আজ থেকেই তাই ভারী বর্ষণের আশা করছে শহরবাসী। বিগত কয়েক সপ্তাহ ধরেই গরমের প্রভাবে নাজেহাল অবস্থা হয়েছে বাংলায়। তাপমাত্রা একাধিক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল, এমনকি কোনও কোনও জায়গায় ৪২ বা ৪৩ ডিগ্রিও হয়েছে। সব মিলিয়ে বাংলার মানুষ এমনই পরিবেশ চাইছিল।

এর আগে সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হয়। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল শহর। একাধিক জায়গায় গাছ পড়া, যানজটের খবর আসে। ট্রেন চলাচলও ব্যাহত হয়েছিল। আবার বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই এই বৃষ্টির সঙ্গে আশঙ্কাও ভর করে আসে। এমন দুর্ঘটনা কেউই কামনা না করে শুধু বৃষ্টিতে তৃপ্তি পেতে চাইছে বঙ্গের মানুষ।  
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *