কোন কমিশন যুক্ত হবে কালিয়াগঞ্জের মামলায়? রাজ্য-কেন্দ্র বচসা হাইকোর্টে

কোন কমিশন যুক্ত হবে কালিয়াগঞ্জের মামলায়? রাজ্য-কেন্দ্র বচসা হাইকোর্টে

কলকাতা: কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার শুনানিতে কলকাতা হাইকোর্টে বচসা হয়ে গেল একপ্রস্ত। এই ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন থাকবে না রাজ্যের কমিশন থাকবে তাই নিয়েই দুই পক্ষের মধ্যে তর্ক বাঁধে। আসলে মঙ্গলবার রাজ্য শিশু সুরক্ষা কমিশন এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করেছিল। তারপরেই এই বচসা বেঁধে যায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। রাজ্যে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কারোর সঙ্গে কোনও বিরোধ নেই। কেন্দ্রীয় কমিশনকে সহগোগিতা করতেই পারে তারা। এরপর বিচারপতি মান্থা রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে মামলায় যুক্ত করেন।

Also Read – অয়ন-পুত্রের ‘বান্ধবী’ ইমনের ১ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি

জাতীয় শিশু সুরক্ষা কমিশন ইতিমধ্যে এই মামলায় যুক্ত হয়েছে। তারা ইতিমধ্যেই জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা বলেছে তারা এবং পুলিশের তরফে ঘটনা নিয়ন্ত্রণে ত্রুটি পেয়েছে। সেই নিয়ে রিপোর্ট দেওয়া হবে দ্রুত। এদিকে বিচারপতি প্রশ্ন করেন, কে এই ঘটনায় অভিযুক্ত? রাজ্য সরকার বিচারপতির প্রশ্নের উত্তরে জানায় ছেলে, তার বাবা এবং কাকা। ফের বিচারপতি জানতে চান দেহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কিনা? 

এক্ষেত্রে রাজ্য সরকার পক্ষের আইনজীবী জানান, ইট, পাথর লাঠি নিয়ে শ’দুয়েক লোক টায়ার জ্বালিয়ে দেহ আটকে রাখে। সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে। সেই ঘটনায় ১৭ টি এফআইআর হয়েছে, তিনজন গ্রেফতার। পুলিশের তদন্তের রিপোর্ট নিয়ে পরিবারের আইনজীবী আগামী সোমবার, ৮ মে তাদের বক্তব্য আদালতে জানাবেন। জাতীয় কমিশনও ওই দিন তাদের রিপোর্ট দেবে। মামলার পরবর্তী শুনানি সেইদিনই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *