যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিল না, তারা সংবর্ধনা দিচ্ছে! রাজ্যকে কটাক্ষ শুভেন্দুর

যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিল না, তারা সংবর্ধনা দিচ্ছে! রাজ্যকে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা: বাংলায় দু’দিনের সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তাঁকে নাগরিক সংবর্ধনা দিয়েছে রাজ্য সরকার। রাষ্ট্রপতি মুর্মুর হাতে দুর্গামূর্তি তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁকে একে একে সংবর্ধনা জ্ঞাপন করেন বিশিষ্টরাও। কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে বিরোধী শিবির বিজেপি। দলের বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাষ্ট্রপতিকে সম্মান জানাতে রাজ্যের তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি বিজেপির কোনও বিধায়কই আমন্ত্রণ পাননি। এরপরেই বিজেপি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়। 

আরও পড়ুন- মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদের সাক্ষাৎ, পঞ্চায়েতের আগে এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ?

শুধু বয়কট নয়, আজকের এই অনুষ্ঠান নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নিয়েছেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, রাষ্ট্রপতি নির্বাচনে যাঁরা ভোট দেননি, তাঁরা আজ রাষ্ট্রপতিকে ধামসা-মাদল উপহার দিচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। আর বিজেপির যে ৭০ জন বিধায়ক ভোট দিয়েছেন, তাঁরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। তাঁর স্পষ্ট দাবি, সরকারের আমন্ত্রণপত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর নাম রাখা হয়েছে। বিরোধী দলনেতার কোনও নাম সেখানে ছিল না। একই সঙ্গে বিরোধী দলনেতার অভিযোগ, রাষ্ট্রপতিকে অতীতে অসম্মান করেছে তৃণমূল। এক্ষেত্রে তিনি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির সেই বিতর্কিত মন্তব্যের কথাই উল্লেখ করেছেন। 

এদিন বেলা ১২টা নাগাদ কলকাতায় পৌঁছন রাষ্ট্রপতি। রেসকোর্সে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। দ্রৌপদী মুর্মুকে উত্তরীয় পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন তিনি। কিন্তু এই সময় দিল্লিতে ছিলেন শুভেন্দু অধিকারী। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক সারেন বিরোধী দলনেতা। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *