দূষণের প্রভাবে গড় আয়ু কমছে ভারতীয়দের, কত জানেন?

কলকাতা: তামাকের চেয়ে ভয়ঙ্কর দূষণ। সেই দূষণেই হয়েছে সবথেকে বেশি মৃত্যু। প্রত্যেক আটজন ভারতীয়র মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে বায়ুদূষণকেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। এই রিপোর্টে তথ্য দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ।

দূষণের প্রভাবে গড় আয়ু কমছে ভারতীয়দের, কত জানেন?

কলকাতা: তামাকের চেয়ে ভয়ঙ্কর দূষণ। সেই দূষণেই হয়েছে সবথেকে বেশি মৃত্যু। প্রত্যেক আটজন ভারতীয়র মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে বায়ুদূষণকেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। এই রিপোর্টে তথ্য দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র বায়ুদূষণের কারণেই ভারতে অকালে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ । রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে বায়ুদূষণের কারণে ভারতে ১২.৪ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। যাদের বয়স সত্তর বছরের কম, সেইসব মানুষই বেশি করে বায়ুদূষণের কারণে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থাৎ ভারতীয়দের গড় আয়ু কমে যাচ্ছে এই বায়ু দূষণের কারণে। ১২.৪ লক্ষ মানুষের মধ্যে ৬.৭ লক্ষ মৃত্যু রাস্তার দূষণের কারণে হয়েছে। বাকি ৪.৮ লক্ষ মৃত্যুর কারণ বাড়ির ভিতরের দূষণ। সারা বিশ্বে যত মানুষ বায়ু দূষণের কারণে মারা যান অথবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েন, তার ২৬ শতাংশই ভারতীয়। এর মধ্যে যে রাজ্যগুলি দূষণে সবচেয়ে এগিয়ে সেগুলি হল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা। তবে পশ্চিমবঙ্গে তথা কলকাতা শহরেও ক্রমশ বাড়ছে দূষণ। ফলে পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতার হারও। গবেষণা বলছে, ভারতে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ভারতীয়দের গড় বয়স ১.৭ বছর বেড়ে যাবে। সবচেয়ে বেশি বাড়বে রাজস্থানে (২.৫ বছর), তারপরে উত্তরপ্রদেশ (২.২ বছর) ও হরিয়ানা (২.১ বছর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + sixteen =