বনধ বেআইনি নয়, জানাল হাইকোর্ট

পুর আইন সংশোধনের বিরোধিতা মামলায় হাইকোর্টে ধাক্কা খেলেও, বনধ নিয়ে ফ্রন্ট ফুটে রইল বামফ্রন্ট। বামেদের ডাকা ৮ ও ৯ তারিখের বনধ বেআইনি নয়। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বনধ বেআইনি ঘোষণার দাবি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। শুক্রবার সেই মামলা খারিজ করে দেয় আদালত। এদিকে, ৮ ও ৯ তারিখ বামেদের ডাকা বনধে শহরে

বনধ বেআইনি নয়, জানাল হাইকোর্ট

পুর আইন সংশোধনের বিরোধিতা মামলায় হাইকোর্টে ধাক্কা খেলেও, বনধ নিয়ে ফ্রন্ট ফুটে রইল বামফ্রন্ট। বামেদের ডাকা ৮ ও ৯ তারিখের বনধ বেআইনি নয়। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বনধ বেআইনি ঘোষণার দাবি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

শুক্রবার সেই মামলা খারিজ করে দেয় আদালত। এদিকে, ৮ ও ৯ তারিখ বামেদের ডাকা বনধে শহরে বাস, মিনিবাস ও অটো পরিষেবা সচল থাকবে বলে আশ্বাস দিয়েছে বাস, মিনিবাস ও অটো অপারেটার্সদের সংগঠন। বনধের দিন পরিষেবা স্বাভাবিক রাখতে শুক্রবার বাস ও মিনিবাস সংগঠনের সঙ্গে বৈঠকে বসে রাজ্য পরিবহন দফতর। সংগঠনগুলির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, যাত্রী পরিষেবা বজায় রাখাই তাদের একমাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =