বছর শেষে দু’টি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার কৃষিতেও কল্পতরু মমতা

কলকাতা: নতুন বছরের শুরুতে কৃষক পরিবারের জন্য সুখবর। নতুন দু’টি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কৃষক পরিবারের ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যে কোনও সদস্যের স্বাভাবিক অথবা অস্বাভাবিক মৃত্যু হলে রাজ্য সরকার দু’লক্ষ টাকা করে দেবে৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কিষাণ বন্ধু’ প্রকল্প৷ এছাড়া কৃষকদের

বছর শেষে দু’টি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার কৃষিতেও কল্পতরু মমতা

কলকাতা: নতুন বছরের শুরুতে কৃষক পরিবারের জন্য সুখবর। নতুন দু’টি প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কৃষক পরিবারের ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যে কোনও সদস্যের স্বাভাবিক অথবা অস্বাভাবিক মৃত্যু হলে রাজ্য সরকার দু’লক্ষ টাকা করে দেবে৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘কিষাণ বন্ধু’ প্রকল্প৷ এছাড়া কৃষকদের সহযোগিতার জন্য বছরে একর প্রতি দু’ধাপে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও জানান, ১ জানুয়ারি থেকেই প্রকল্পটি শুরু হলেও ১ ফেব্রুয়ারি থেকে প্রকল্পের জন্য আবেদন জমা নেওয়া হবে৷ এছাড়াও বর্ষবরণ উদযাপনে রাজ্য সরকারের তরফে আজ রাত ১২টায় সাইরেন বাজানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

‘কৃষকদের দুর্দশার দিকে নজর দিচ্ছে না সরকার’, কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘‘রাজ্য সরকার ধানের ওপর ম্যাক্সিমাম সেলিং প্রাইস (এমএসপি) বাড়ানো সহ কৃষকদের অনেক সাহায্য করছে। কৃষিজমির ওপর আমরা মিউটেশন ফি ও খাজনা কর নিই না। প্রাকৃতিক দুর্যোগের জন্য কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দিই। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ১,৭৫০ টাকায় চাল কিনছে (গত বছর ছিল প্রতি কুইন্টালে ১,৫৫০ টাকা)। ধান দিন, চেক নিন-এর মতো নতুন নিয়ম করেছি। এমনকি অভ্যন্তরীন বহু এলাকায় ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে কৃষকদের বার্ষিক আয় বৃদ্ধি পেয়েছে ৩ গুণের বেশি। আগে যা ছিল তার থেকে ২০১৬-১৭ তে কৃষকের আয় আড়াই গুণ বেড়েছে৷ এবছর কৃষকের আয় তিন গুণের অধিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =