নতুন বছরে ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল চালু করছে রাজ্য

কলকাতা: নতুন শিক্ষাবর্ষে সব মিলিয়ে ১০০ স্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। ৬৫টি চালু বাংলা মাধ্যম স্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হবে। তবে, সেই স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমই থাকবে। উঁচু ক্লাসেও দু’টি মাধ্যমে পড়াশোনা করা যাবে। কারণ, সেই ব্যবস্থা না রাখলে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হতে পারে। তবে,

নতুন বছরে ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল চালু করছে রাজ্য

কলকাতা: নতুন শিক্ষাবর্ষে সব মিলিয়ে ১০০ স্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হবে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। ৬৫টি চালু বাংলা মাধ্যম স্কুলে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হবে। তবে, সেই স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমই থাকবে। উঁচু ক্লাসেও দু’টি মাধ্যমে পড়াশোনা করা যাবে। কারণ, সেই ব্যবস্থা না রাখলে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হতে পারে। তবে, বাকি যে পুরোপুরি নতুন স্কুলে ইংরেজি মাধ্যম চালু হবে, সেগুলিতে বাংলা মাধ্যম থাকবে না। প্রাক-প্রাথমিক থেকে উঁচু ক্লাস পর্যন্ত শুধুমাত্র ইংরেজি মাধ্যমেই পঠনপাঠন হবে। প্রসঙ্গত, কিছুদিন আগে বিকাশ ভবনে হওয়া রিভিউ মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তখন শিক্ষামন্ত্রী নিজে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। ইতিমধ্যেই বিভিন্ন ধাপে সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম শুরু হয়েছে। কিন্তু লোকবলের অভাবে সেগুলির অবস্থা ভালো নয়। তবে, এই ধাপে যে স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম চালু হবে, সেগুলিতে খুব একটা শিক্ষক সঙ্কট হবে না। কারণ, তার আগেই নিয়োগ সম্পন্ন হবে, এটা আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *