পড়ুয়াদের মুখে অন্ন তুলে দিয়ে PRT স্কেলের দাবিতে লড়াইয়ে নামলেন শিক্ষিকা

আজ বিকেল: বিবাহবার্ষিকী উপলক্ষে স্কুল পড়ুয়াদের জন্য মাংস-ভাত খাওয়ানোর আয়োজন করলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার শুকলালচক নিউ প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা অভিষিক্তা নন্দী ভুঁইয়া৷ সোমবার স্কুলে গিয়ে এলাকার ১২০ জন পড়ুয়াকে খাওয়ানোর পাশাপাশি একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ পড়ুয়াদের পাতে খাবর তুলে দেওয়ার কাজে হাত লাগান স্কুলের অন্যান্য শিক্ষকরাও৷ সেখানে পড়ুয়াদের সুবিধা-অসুবিধার কথা শোনের শিক্ষকরা৷

পড়ুয়াদের মুখে অন্ন তুলে দিয়ে PRT স্কেলের দাবিতে লড়াইয়ে নামলেন শিক্ষিকা

আজ বিকেল: বিবাহবার্ষিকী উপলক্ষে স্কুল পড়ুয়াদের জন্য মাংস-ভাত খাওয়ানোর আয়োজন করলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার শুকলালচক নিউ প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা অভিষিক্তা নন্দী ভুঁইয়া৷ সোমবার স্কুলে গিয়ে এলাকার ১২০ জন পড়ুয়াকে খাওয়ানোর পাশাপাশি একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পড়ুয়াদের মুখে অন্ন তুলে দিয়ে PRT স্কেলের দাবিতে লড়াইয়ে নামলেন শিক্ষিকাপড়ুয়াদের পাতে খাবর তুলে দেওয়ার কাজে হাত লাগান স্কুলের অন্যান্য শিক্ষকরাও৷ সেখানে পড়ুয়াদের সুবিধা-অসুবিধার কথা শোনের শিক্ষকরা৷ পড়াশোনা চালিয়ে যেতে পড়ুয়াদের কোনও সমস্যা হচ্ছে কি না তাও জানতে চান তিনি৷ অভিভাবকদের সঙ্গে কথা বলাও চেষ্টা করেন তিনি৷ তবে, পেট ভরে দু’মুঠো গরম ভাত খাওয়ার পর নতুন ‘ম্যাডাম’কে ধন্যবাদ জানাতেও ভোলেনি স্কুলের খুদে পড়ুয়ারাও৷ ‘ম্যাডাম’কে জড়িয়ে ধরে ‘আশ্রয়’ খুঁজে নেওয়ারও চেষ্টা করেন শ’খানিক পড়ুয়া৷ সম্প্রতি, স্কুল শিক্ষক অরূপ ভুঁইয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষিক্তা নন্দী ভুঁইয়া৷ দীর্ঘ কয়েক বছর এই স্কুলেই তিনি শিক্ষকতা করছেন অভিষিক্তাদেবী৷ সম্প্রতি তিনি UUPTWA-এর সদস্য পদও গ্রহণ করেছেন৷ পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের অধিকার জন্য লড়াইও করছেন তিনি৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *