মাথায় বন্ধুক ঠেকিয়ে শিক্ষকদের প্রাণে মারার হুমকি, প্রতিবাদে কাঁপছে রাজপথ

আজ বিকেল: প্রাথমিক শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ দুপুরে শিয়ালদহ থেকে রাজা সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন বা UUPTWA৷ সংগঠনের অভিযোগ, শনিবার নদিয়া জেলায় সাংগঠনিক মিটিং করছিলেন বেশ কয়েকজন শিক্ষক৷ তখন একদল দুষ্কৃতী শিক্ষকদের উপর হামলা চালায়৷ এমনকী বন্ধুকের বাট দিয়েও শিক্ষকদের আঘাত করা হয়৷ প্রায়

মাথায় বন্ধুক ঠেকিয়ে শিক্ষকদের প্রাণে মারার হুমকি, প্রতিবাদে কাঁপছে রাজপথ

আজ বিকেল: প্রাথমিক শিক্ষকদের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ দুপুরে শিয়ালদহ থেকে রাজা সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিল উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন বা UUPTWA৷

সংগঠনের অভিযোগ, শনিবার নদিয়া জেলায় সাংগঠনিক মিটিং করছিলেন বেশ কয়েকজন শিক্ষক৷ তখন একদল দুষ্কৃতী শিক্ষকদের উপর হামলা চালায়৷ এমনকী বন্ধুকের বাট দিয়েও শিক্ষকদের আঘাত করা হয়৷ প্রায় ২০-২৫ জন শিক্ষক-শিক্ষিকার মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ৷ শনিবার এই ঘটনার প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ নিজেদের সুরক্ষিত করতে ও অধিকার বুঝেনিতে আজ শহরের রাজপথ কাঁপাতে চলেছেন অন্তত হাজার পাঁচেক শিক্ষক৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অন্যদিকে, নিজেদের অধিকার বুঝে নিতে শনিবার UUPTA এর মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে জঙ্গিপুর শহরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ওই সভার আহ্বায়কের ভূমিকা নেন মুর্শিদাবাদ জেলার UUPTA-এর পর্যবেক্ষক তাসিকুল আলম৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক ও এই সংগঠনের মুর্শিদাবাদ শাখার অন্যতম অভিভাবক সাইদুল হক৷
এদিনের এই সভায় শিক্ষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-র বেশি শিক্ষক সভায় উপস্থিত হন৷ এদিনের সভায় উপস্থিত ছিলেন UUPTA ও শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য কমিটির সদস্য তন্ময় ঘোষ৷ তন্ময় বাবু বলেন, ‘‘আমাদের দাবি মেনে PRT স্কেলে বেতন কাঠামো উন্নীত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে৷ সংগঠনের ডাকে ৩০ ডিসেম্বর মুর্শিদাবাদ থেকে বিপুল সংখ্যক শিক্ষক কোচবিহারের বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবে ও জানুয়ারি মাসের কলকাতার আন্দোলনে অংশগ্রহণ করবে৷’’ তন্ময় বাবু বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলা UUPTA কমিটির সকল সদস্য শিক্ষক মিলে আগামী কয়েক দিনের মধ্যেই জেলার D.I(P.E) /D.P.S.C অনির্দিষ্ট কালের জন্য অবরোধ করা হবে৷ রেল ও জাতীয় সড়ক অবরোধ ও অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *