উত্তর প্রদেশের ধাঁচে এ রাজ্যেও এনকাউন্টার চলবে: দিলীপ ঘোষের

বসিরহাট: এ রাজ্যেও তৃণমূল নেতারা ছাড় পাবেন না। যারা মা বোনদের হাত ধরে টানাটানি করছেন, আমাদের পার্টি অফিস ভাঙছেন জেলায় জেলায়, তাদের মনে করিয়ে দিই যোগীর রাজ্যে সাড়ে চারশ এনকাউন্টার হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসলে এ রাজ্যেও ছাড় পাবেন না এই নেতারা”। সোমবার বসিরহাট টাউন হল মাঠের পথসভা থেকে এভাবেই তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিজেপির

উত্তর প্রদেশের ধাঁচে এ রাজ্যেও এনকাউন্টার চলবে: দিলীপ ঘোষের

বসিরহাট: এ রাজ্যেও তৃণমূল নেতারা ছাড় পাবেন না। যারা মা বোনদের হাত ধরে টানাটানি করছেন, আমাদের পার্টি অফিস ভাঙছেন জেলায় জেলায়, তাদের মনে করিয়ে দিই যোগীর রাজ্যে সাড়ে চারশ এনকাউন্টার হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসলে এ রাজ্যেও ছাড় পাবেন না এই নেতারা”। সোমবার বসিরহাট টাউন হল মাঠের পথসভা থেকে এভাবেই তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার বসিরহাট বিজেপি জেলা কমিটির উদ্যোগে ডাকা আইন অমান্য কর্মসূচির ফাকে বসিরহাট টাউন হল মাঠে একটি পথসভা ও করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”প্রত্যেক জেলা থেকে খবর আসছে। এ পর্যন্ত প্রায় ৫০ টিরও পার্টি অফিস ভাঙা হয়েছে বিজেপির। আমাদের নেতাকর্মীদের ধরে ধরে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা বসিরহাটে একটা সবার জন্য পার্মিশন চেয়েছিলাম। কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয়নি। তাই মিছিলের উদ্যোগ নিয়ে মিছিল ও করলাম সভা ও করলাম। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে রাবণ রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ তুলে সোমবার টাউন হল মাঠের সভা থেকে দিলীপ ঘোষ বলেন, ” আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রা করার পরিকল্পনা নিয়েছি আর ওরা বলছে রথযাত্রার। আমরা রামের নাম বললে তৃণমূল নেত্রী বলেন রাবণের নাম। উনি এই রাজ্যটাকে রাবণ রাজ্য হিসেবে চালাচ্ছেন। আমরা বলে রাখছি যতক্ষণ না এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারছি ততো সময় আমরা ও রাস্তায় থাকবো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − six =