কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম হতে শুরু করেছে রাজ্য। সব রাজনৈতিক দলই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে বহু আগে থেকেই। প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছিল যে প্রচণ্ড গরমে এই ভোট হয়তো হবে না। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে পারে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যাতে খুব গরমে ভোট না হয়, কারণ ভোটারদের কষ্ট। কিন্তু আপাতত যা পরিস্থিতি তাতে এই ভোট কবে হবে তা বলা সম্ভব হচ্ছে না। এতএব পুরো বিষয়টি এখন অনুমানের ওপর দাঁড়িয়ে।
আরও পড়ুন- সুপ্রিম করতে ফের পিছল শুনানি, ডিএ নিয়ে জটিলতা বাড়ছেই
জানুয়ারি মাসেই পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করার কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা হওয়ায় তা করা যায়নি। আর এখন পঞ্চায়েত ভোটের মামলার শুনানিও আটকে আছে। তারওপর বর্তমান রাজ্যে পরীক্ষার আবহ। মাধ্যমিক শেষের পর শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। যা শেষ হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তাহলে বলাই যায়, এপ্রিলেও ভোট হবে না। নিয়ম অনুযায়ী, বিজ্ঞপ্তি জারির একমাস থেকে ৩৫ দিনের মধ্যে ভোট হয়। সেক্ষেত্রে চলতি মাসের শেষ দিনও বিজ্ঞপ্তি প্রকাশ পেলে ভোট করতে এপ্রিল পেরিয়ে যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তৃণমূলের সভায় চটুল নাচ, নিন্দার ঝড় দলেই! Chotul dance performed in TMC’s programme” width=”853″>
গোটা বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট নিয়ে তাঁর বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। দলীয় কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’-এ অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই ভোট নিয়ে এই মন্তব্য করতে শোনা যায় তাঁকে। তাই ওয়াকিবহাল মহলের মতে, মে মাসের আগে পঞ্চায়েত ভোট শুরু হবে না।