এগরা: পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটেছে মঙ্গলবার। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। বিজেপি আবার এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এসবের মধ্যেই উঠে আসছে একটি নাম যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। আর তিনি হলেন কৃষ্ণপদ বাগ। যে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে সেই কারখানার মালিক তিনিই। অবশ্য স্থানীয়দের দাবি, ওই কারখানায় বাজির বদলে বোমা তৈরি হয়তো। এখন প্রশ্ন হল, কে এই কৃষ্ণপদ, তার কী ক্ষমতা?
২০১১ সালের আগে সিপিএম নেতা ছিলেন কৃষ্ণপদ বাগ। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসতেই দলবদল করেন তিনি এবং ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পঞ্চায়েত সদস্য ছিলেন। এরই মধ্যে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করা ধীরে ধীরে শুরু করেন কৃষ্ণপদ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই বাজি কারখানার জায়গা দখল করেন তিনি। জানা গিয়েছে, অবৈধভাবে মাঠের মাঝে কারখানা ও যাওয়ার রাস্তা তৈরি হয়, কারখানার ভিতর তৈরি করা হয় একটি পুকুরও! সেখানেই বাজি পরীক্ষা করা হত বলে অভিযোগ। এইভাবেই দিনের পর দিন বাজি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন কৃষ্ণপদ বলে জানা গিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘দাস’ থেকে ‘বন্দ্যোপাধ্যায়’ হলেন স্কুলের হেডস্যার!” width=”853″>
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে বাজি তৈরি করতে গিয়ে কৃষ্ণপদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে নিজের ছোট ভাইকে হারান তিনি। কিন্তু তাও বাজি তৈরি করা বন্ধ করেননি। মূলত বাড়িতে বিস্ফোরণ হওয়ার পরেই এই কারখানা তৈরি করেন তিনি। স্থানীয়দের তরফে আপত্তি জানান হলেও তিনি নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সব করেছেন বলে অভিযোগ। এলাকাবাসী আবার পুলিশের বিরুদ্ধেও সুর চড়িয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন পুলিশকে অভিযোগ করা হলেও তারা কিছু পদক্ষেপ নেয়নি, উলটে বাজি কারখানা থেকে তোলা তুলত।