স্বামীর পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট জেলাশাসকের স্ত্রীর, ছুটির নির্দেশ নবান্নের

ফালাকাটা: থানায় ঢুকে অভিযুক্তকে বেধরক মারধরের ঘটনায় জেলা শাসক নিখিল নির্মলের পাশে দাঁড়ালেন তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণান। ফালাকাটা থানার ভিতর ঢুকে যুবককে মারধরের অভিযোগ আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই ছুটিতে পাঠানো হল অভিযুক্ত জেলাশাসক নিখিল নির্মলকে। জেলা শাসক নিখিল নির্মলের পাশে দাঁড়ালেন তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণান। তিনি ফেসবুক পোস্ট লিখেছেন,অনেক বাজে কথা

স্বামীর পাশে দাঁড়িয়ে ফেসবুকে পোস্ট জেলাশাসকের স্ত্রীর, ছুটির নির্দেশ নবান্নের

ফালাকাটা: থানায় ঢুকে অভিযুক্তকে বেধরক মারধরের ঘটনায় জেলা শাসক নিখিল নির্মলের পাশে দাঁড়ালেন তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণান। ফালাকাটা থানার ভিতর ঢুকে যুবককে মারধরের অভিযোগ আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হতেই ছুটিতে পাঠানো হল অভিযুক্ত জেলাশাসক নিখিল নির্মলকে। জেলা শাসক নিখিল নির্মলের পাশে দাঁড়ালেন তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণান।

তিনি ফেসবুক পোস্ট লিখেছেন,অনেক বাজে কথা হয়েছে। সরানোর হলে সরিয়ে দিন। কিন্তু কোনও সংসারী মানুষকে তাঁর বউ-বাচ্চা নিয়ে উত্ত্যক্ত করা বন্ধ করুন। সব কিছু কি তোমাদের জানা আছে? ভিডিও কী দেখানো হচ্ছে? যা দেখানো হচ্ছে, তা বুঝেশুনেই দেখানো হচ্ছে। যেটা আসলে হয়েছে, তা পুরো দেখানো হয়নি। হ্যাঁ, আমি চড় মেরেছি, লাথি মেরেছি। আমার জায়গায় অন্য কেউ থাকতো তো এমন মানুষকে মেরেই ফেলত। আমি আমার স্বামীর জন্য গর্ব বোধ করি। উনি সত্যিকারের নায়ক। জেলাশাসকের ভূমিকা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে প্রশাসনিক মহলে। কীভাবে থানার মধ্যেই আইসির উপস্থিতিতে এই ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিনের এই ঘটনার পর নবান্নের তরফে জেলাশাসককে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *