শেয়ার বাজারে ‘বড় খেলা’ দেখাতে পারে এই ৯টি স্টক

শেয়ার বাজারে ‘বড় খেলা’ দেখাতে পারে এই ৯টি স্টক

3 stocks recomended

কলকাতা: পুজো শেষ৷ দীপাবলিও শেষ৷ এবার ধীরে ধীরে কাজে ফেরার অপেক্ষা৷ বছরের ক্যালেন্ডার বলছে, এখনই সব উৎসব শেষ হচ্ছে৷ আসছে জগদ্ধাত্রী পুজো৷ তারপরই রয়েছে বড়দিন, নববর্ষ পালন৷ তারপর আসছে মেগা উৎসব, লোকসভা নির্বাচন৷ আর এই পরিস্থিতিতে এখন অনেকের মাথায় ঘুরছে, এখনই শেয়ার বাজারে লগ্নি করা ঠিক হবে কি না৷ নির্বাচনের কথা মাথায় রেখে বিনিয়োগকারীরা যখন নানান চিন্তায় রয়েছেন, ঠিক তখনই বড়সড় সুখবর দিল বিশ্ববাণিজ্য সূচক  এমসিসিআই৷ নিফটি ও সেনসেক্সের মতো এমসিসিআই-ও একটি সূচক৷ ভারতের বাজারে কাজ করা সেরা সংস্থাগুলিকে নিয়ে এই সূচক তৈরি হয়৷ মনে করা হয়ে থাকে, এই সূচকে কোনও স্টক অন্তর্ভুক্ত হওয়া মানে হাতে চাঁদ পাওয়ার সমান৷

দীপাবলির পর ভারতের বাজার মূল্যায়ন করে এমসিসিআই তাদের সূচকে ৯টি স্টকে অন্তর্ভুক্ত করেছে৷ সংস্থার আয়-ব্যয়, ভবিষ্যৎ পরিকল্পনা দেখে ভারতের বাজারে নামী ৯টি স্টককে বেছে নিয়েছে এমসিসিআই৷ বিশ্ববাণিজ্য সূচক সংস্থা মনে করছে, আগামী দিনে ভাল ফলাফল করতে পারে এই ৯টি স্টক৷

এবছর এমসিসিআই সূচকে যুক্ত হয়েছে, Induslnd Bank, Suzlon, Persistent, APL Apollo, Polycab, Macrotech, Tata Motors DVR, Paytm, Tata Comm৷

এই মুহূর্তে নিফটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইউএস বাজারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ফলে এই পরিস্থিতিতে কিছু হলেও আশার আলো দেখছেন বাজার বিশেষজ্ঞরা৷

তবে অবশ্যই মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগের আগে  বাজার সম্পর্ক ধারণা থাকা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷  https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − ten =