একধাক্কায় গ্যাসের দাম বাড়ল ৭৬ টাকা, চূড়ান্ত অস্বস্তিতে মধ্যবিত্ত

নয়াদিল্লি: উৎসবের মরসুম শেষ হতে না হতেই ফের আরও এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের৷ আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে গ্যাসের নয়া দাম৷ জানা গিয়েছে, পয়লা নভেম্বর থেকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৬ টাকা বাড়ানো হয়েছে৷ আর তার জেরেই কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭০৬ টাকা৷ গত মাসে ছিল ৬৩০ টাকা৷ তবে

একধাক্কায় গ্যাসের দাম বাড়ল ৭৬ টাকা, চূড়ান্ত অস্বস্তিতে মধ্যবিত্ত

নয়াদিল্লি: উৎসবের মরসুম শেষ হতে না হতেই ফের আরও এক দফায় দাম বাড়ল রান্নার গ্যাসের৷ আজ থেকেই কার্যকর হয়ে গিয়েছে গ্যাসের নয়া দাম৷ জানা গিয়েছে, পয়লা নভেম্বর থেকে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৬ টাকা বাড়ানো হয়েছে৷ আর তার জেরেই কলকাতায় ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭০৬ টাকা৷ গত মাসে ছিল ৬৩০ টাকা৷

তবে স্বস্তির বিষয় একটাই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি৷ তবে দাম না বাড়লেও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের জন্য নভেম্বর মাসে সিলিন্ডার পিছু কত টাকা গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকি পাঠানো হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্রের মোদি সরকার৷

জানা গিয়েছে, ভর্তুকিহীন রান্নার গ্যাস ৭৬ টাকা বাড়ানোর পাশাপাশি ৫ কিলোগ্রাম ওজনের ভর্তুকি গ্যাসের ক্ষেত্রেও একধাক্কায় ২৬ টাকা বাড়ান হয়েছে৷ আর তার জেরেই ৫ কিলো ওজনের ভর্তুকি রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ২৬০ টাকা ৫০ পয়সা৷

আন্তর্জাতিক বাজার দেখে গ্যাসের দামের নির্ধারণ করে থাকে রাষ্ট্রীয় তিল সংস্থা অল ইন্ডিয়া কর্পোরেশন৷ প্রতি মাসের শেষে এই দাম নির্ধারিত হয়৷ এবারও একইভাবে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে৷ শেষবার পুজোর আগে ভর্তুকি রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১৪ কেজি ওজনের ভর্তুকি গ্যাসের দাম ১৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়৷ এবার এক ধাক্কায় ৭৬ টাকা বাড়িয়ে মধ্যবিত্তের অস্বস্তি চূড়ান্ত পর্যায়ে দিল কেন্দ্রের মোদি সরকার৷
এই মুহূর্তে ১৪.২ কিলো ওজনের বছরে ১২টি রান্নার গ্যাসের জন্য ভর্তুকি দিয়ে থাকে কেন্দ্র৷ সেই টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়৷ কিন্তু অভিযোগ উঠেছে সেই ভর্তুকির টাকা এখন নাকি ঠিকঠাক দেওয়া হচ্ছে না৷ গ্যাসের দাম বাড়লে ভর্তুকির পরিমাণ বাড়বে তা ধরে নেওয়া হলেও বহু অংশেই সেই ভর্তুকি মূল্য ঠিকঠাক মিলছে না বলেও অভিযোগ তুলেছেন গ্রাহকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *