বানভাসি উত্তরবঙ্গ, দক্ষিণে খরা পরিস্থিতির জেরে লাটে কৃষিকাজ

কলকাতা: টানা বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ৷ বৃষ্টির ঘাটতিতে খরা পরিস্থিতি দক্ষিণবঙ্গে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ঘাটতির প্রায় ৪৯ শতাংশ৷ বাংলার ক্যালেন্ডারে শ্রাবণ মাস পড়লেও এখনও বৃষ্টির দেখা নেই৷ প্রখর রোদের খরা পরিস্থিতি দক্ষিণে৷ ইতিমধ্যেই সেচের জলেও সঙ্কট দেখা দিয়েছে৷ এমনকী পানীয় জলের অবস্থাও শোচনীয়৷ দিন কয়েকর মধ্যে বৃষ্টি না হলে খরিফ চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷

3 stocks recomended

বানভাসি উত্তরবঙ্গ, দক্ষিণে খরা পরিস্থিতির জেরে লাটে কৃষিকাজ

কলকাতা: টানা বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ৷ বৃষ্টির ঘাটতিতে খরা পরিস্থিতি দক্ষিণবঙ্গে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ঘাটতির প্রায় ৪৯ শতাংশ৷ বাংলার ক্যালেন্ডারে শ্রাবণ মাস পড়লেও এখনও বৃষ্টির দেখা নেই৷ প্রখর রোদের খরা পরিস্থিতি দক্ষিণে৷

ইতিমধ্যেই সেচের জলেও সঙ্কট দেখা দিয়েছে৷ এমনকী পানীয় জলের অবস্থাও শোচনীয়৷ দিন কয়েকর মধ্যে বৃষ্টি না হলে খরিফ চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷ গত বছর এই সময়ে যে পরিমাণ জমিতে খরিফ চাষ হয়েছে, এবার তা অর্ধেক জমিতে চাষ হয়েছে৷ ফলে, এক প্রভাব পড়তে চলেছে বাজারে৷

অন্যদিকে, উত্তরবঙ্গের দাজিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের ঘাটতির খুবই কম৷ উল্টে, দিন কয়েক ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই ঘাটতি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে৷ লাল মাটির জেলা বীরভূমে বৃষ্টিপাত এবার কম হয়েছে৷ সেখানে ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ৷ বাঁকুড়ায় তা ৫৪ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 4 =