ধর্মঘটের গেরোয় ৬ দিন বন্ধ ব্যাংক, প্রভাব এটিএম পরিষেবায়

কলকাতা: একদিকে ছুটি, অন্যদিকে ফের ব্যাংক ধর্মঘটের গেরোয় বিড়ম্বনা বাড়তে চলছে গ্রাহকদের৷ ছুটি ও ধর্মঘট মিলিয়ে ছ’দিন বন্ধ হতে চলেছে ব্যাংক৷ জানা গিয়েছে, ব্যাংক সংযুক্তিকরণ থেকে শুরু করে গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি ও আমানতে সুদ কমানোর প্রতিবাদ জানিয়েছে আগামী ২২ অক্টোবর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের বৃহৎ দু’টি সংগঠন৷ ধর্মঘটের জেরে দেশজুড়ে আগামী

3 stocks recomended

ধর্মঘটের গেরোয় ৬ দিন বন্ধ ব্যাংক, প্রভাব এটিএম পরিষেবায়

কলকাতা: একদিকে ছুটি, অন্যদিকে ফের ব্যাংক ধর্মঘটের গেরোয় বিড়ম্বনা বাড়তে চলছে গ্রাহকদের৷ ছুটি ও ধর্মঘট মিলিয়ে ছ’দিন বন্ধ হতে চলেছে ব্যাংক৷

জানা গিয়েছে, ব্যাংক সংযুক্তিকরণ থেকে শুরু করে গ্রাহকদের সার্ভিস চার্জ বৃদ্ধি ও আমানতে সুদ কমানোর প্রতিবাদ জানিয়েছে আগামী ২২ অক্টোবর দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীদের বৃহৎ দু’টি সংগঠন৷ ধর্মঘটের জেরে দেশজুড়ে আগামী মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক৷ এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে৷ এই ধর্মঘটে সমবায় ও গ্রামীণ ব্যাঙ্কগুলি অংশ নিচ্ছে না বলে খবর৷

একদিকে ধর্মঘট ও অন্যদিকে ছুটি জেরে চলতি মাসে আরও ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে৷ অক্টোবর মাস ৩১ দিনের হলেও ছুটি বাদ দিলে ব্যাংক খোলা থাকছে মাত্র ১৯ দিন৷ জানা গিয়েছে, আগামী ২০ অক্টোবর রবিবার৷ ২৬-২৭ অক্টোবর মাসের চতুর্থ শনিবার ও রবিবার৷ বন্ধ থাকবে৷ ফের ২৮-২৯ তারিখ দীপাবলি ও ভাইভোঁটার জন্য পরপর দু’দিন ব্যাংক বন্ধ থাকবে৷ ছুটি দীর্ঘ হওয়ায় ব্যাংক গ্রাহকদের আগাম সতর্ক করতে চাইছে কর্তৃপক্ষ৷ উৎসবের দিনগুলিতে এমনিতেই চাপ বেশি থাকে এটিএমে৷ ব্যাংক ছুটি থাকলে আরও চাপ বাড়ে ঝঞ্ঝাট৷ ফলে, ঝঞ্ঝাট এড়াতে এটিএমের উপর ভরসা না করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে রাখাই ভাল৷ ব্যাংক বন্ধ থাকায় উৎসবের মাসে সমস্যা হতে পারে গ্রাহকদের৷ ফলে গ্রাহকদের ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শ, হয়রানি এড়াতে প্রয়োজনে টাকা আগে থেকে তুলে রাখুন৷ সে ক্ষেত্রে কেবল এটিএমের উপর ভরসা করতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + ten =