বাজেট ২০২০: কী আছে নির্মলার লাল ঝুলিতে? জনমোহিনী না সংস্কারে পথে কেন্দ্র?

বাজেট ২০২০: কী আছে নির্মলার লাল ঝুলিতে? জনমোহিনী না সংস্কারে পথে কেন্দ্র?

3 stocks recomended

নয়াদিল্লি: ফের একরাশ প্রত্যাশা নিয়ে বাজেট ঝুলি হাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গতবারের মতো এবারও অর্থমন্ত্রীর বাজেট নথি ছিল লালসালুতে মোড়া খাতা বন্দি৷ লালসালুতে মোড়া বাজেট ঝুলি নিয়ে সংসদের বাইরে হাজির হন নির্মলা৷ হলুদ শাড়িতে লালসালুর বাজেট ঝুলি নিয়ে বেশ উজ্জ্বল ছিলেন নির্মলা৷ আজ সকাল ১১টা নাগাদ সেই বাজেট ঝুলি খুলবেন নির্মলা৷ 

সরকারের ঘাড়ে রয়েছে একগুচ্ছ দায়৷ গ্রামীণ ও শহুরের মধ্যবিত্তের হাতে বাড়তি অর্থ সংস্থান, রুগ্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাকে পুনরুজ্জীবনের আজ কী দাওয়াই দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ কী ভাবে বাড়বে কর্মসংস্থানের সুযোগ? দেশি-বিদেশি বৃহৎ শিল্পকে আশা ও ভরসার বার্তা কীভাবে দেবেন নির্মলা? হয়ে উঠবেন কল্পতরু? নাকি নেবেন সাহসী আর্থিক সংস্কার? সংস্কারের পথ খোলা গেলেই কি আসবে লগ্নি? বাড়বে শিল্পোৎপাদন? কেননা, তলানিতে থাকা জিডিপি ও মূল্যবৃদ্ধির সঙ্কট কাটানো এখন প্রধান চ্যালেঞ্জ মোদি সরকারের৷ সেই সঙ্কট কি মেটাতে পারবেন নির্মলা? তাকিয়ে গোটা দেশ৷

সূত্রের খবর আজ সংসদে বাজেট পেশে করে আর্থিক নীতির ভারসাম্য খুঁজতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আয়করে ছাড় থেকে কৃষিতে প্যাকেজ ঘোষণা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সুখবর দেওয়া থেকে ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধি ও আবাসন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে বেশ কিছু ঘোষণা করতে পারেন৷ একই সঙ্গে শরণার্থীদের জন্যও কল্পতরু হতে পারে কেন্দ্র৷ অন্যদিকে, আর্থিক মন্দা কাটাতে কর্পোরেট ট্যাক্স ছাড় সহ বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে অর্থনীতির স্বাস্থ্য ফেরাতে পারেন নির্মালা৷ কৃষিক্ষেত্রে বড়সড় পরিবর্তনের কথাও জানাতে পারে কেন্দ্র৷ এখন দেখার দেশের মন্দার অর্থনীতি কীভাবে চাঙ্গা করার চেষ্টা করেন নির্মলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =