ট্রেন লেট করলেই মিলবে ক্ষতিপূরণ, অবশেষে ঘোষণা

নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য সুখবর৷ দেবীপক্ষে যাত্রীদের জন্য রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার নয়া ঘোষণায় খুশি যাত্রীরা৷ জানানো হয়েছে, এবার থেকে ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছালে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা ক্ষতিপূরণ৷ মঙ্গলবার অভিনব এই ঘোষণা করেছে ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি৷ সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে৷ কেননা আগামী ৪ অক্টোবর থেকে দিল্লি ও লখনউয়ের মধ্যে চালু হচ্ছে

3 stocks recomended

ট্রেন লেট করলেই মিলবে ক্ষতিপূরণ, অবশেষে ঘোষণা

নয়াদিল্লি: রেল যাত্রীদের জন্য সুখবর৷ দেবীপক্ষে যাত্রীদের জন্য রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থার নয়া ঘোষণায় খুশি যাত্রীরা৷ জানানো হয়েছে, এবার থেকে ট্রেন দেরিতে গন্তব্যে পৌঁছালে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা ক্ষতিপূরণ৷

মঙ্গলবার অভিনব এই ঘোষণা করেছে ভারতীয় রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি৷ সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে৷ কেননা আগামী ৪ অক্টোবর থেকে দিল্লি ও লখনউয়ের মধ্যে চালু হচ্ছে ভারতের প্রথম দ্রুতগতির বেসরকারি রেল পরিষেবা৷ এই প্রথম রেলের বাইরে কোন বেসরকারি সংস্থা তেজাস এক্সপ্রেস চালাবে৷ রেলওয়ে তরফে আপ ও ডাউন দুটি ট্রেন চালানোর দায়িত্ব ইতিমধ্যেই আইআরসিটিসি কাঁধে তুলে দিয়েছে৷ আর সেই কারণে, যাত্রী টানতে এই অভিনব ঘোষণা করেছে ওই সংস্থা৷

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, কমপক্ষে ১ ঘণ্টা ট্রেন লেট করলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা৷ আইআরসিটিসি ঘোষণায় খুশি যাত্রীরা৷ তবে লোভনীয় এই বিভিন্ন অফার দিয়ে আদতে গোটা রেল ব্যবস্থাকেই বেসরকারিকরণ করে দেওয়া হবে না তো? প্রশ্ন উঠছে নানা মহলে৷ কেননা, তেজস এক্সপ্রেসের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই আইআরসিটিসি সাফ জানিয়ে দিয়েছে, এই ট্রেনে সওয়ার হতে গেলে যাত্রীদের কোন ভর্তুকি দেওয়া হবে না৷ পুরো ভাড়া চোকাতে হবে যাত্রীদের৷ একইসঙ্গে যাত্রীদের করিয়ে নেওয়া হবে বীমা৷ তবে রেলমন্ত্রী জানিয়েছে দুর্ঘটনা জনিত কোন সমস্যা হলে রেলমন্ত্রক যাত্রীদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ দেবে৷ ফলে রেলের বেসরকারিকরণ এই ব্যবস্থা ঘিরে ইতিমধ্যেই দেশের রাজনীতিতে নতুন করে ছড়িয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =