বিভ্রান্তি এবার রাজ্য সরকারি তথ্যে! উঠছে প্রশ্ন

কলকাতা: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আগেই তুলেছিলেন বিরোধীরা৷ এবার খোদ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ‘ভুল’ তথ্য দেয়ার অভিযোগ তুলল বাম নেতৃত্ব৷ অভিযোগ, রাজ্যের জিডিপি নিয়ে ‘ভুল’ তথ্য দিচ্ছে রাজ্য সরকার৷ আর এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা৷ বিধানসভার চলতি অধিবেশনে তৃণমূল বিধায়ক গীতারানি ভূঁইয়া জানতে চান, রাজ্যের জিডিপি বৃদ্ধির হার কত? দলীয়

3 stocks recomended

বিভ্রান্তি এবার রাজ্য সরকারি তথ্যে! উঠছে প্রশ্ন

কলকাতা: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আগেই তুলেছিলেন বিরোধীরা৷ এবার খোদ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ‘ভুল’ তথ্য দেয়ার অভিযোগ তুলল বাম নেতৃত্ব৷ অভিযোগ, রাজ্যের জিডিপি নিয়ে ‘ভুল’ তথ্য দিচ্ছে রাজ্য সরকার৷ আর এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা৷

বিধানসভার চলতি অধিবেশনে তৃণমূল বিধায়ক গীতারানি ভূঁইয়া জানতে চান, রাজ্যের জিডিপি বৃদ্ধির হার কত? দলীয় বিধায়কের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী অমিত মিত্র জিডিপি বৃদ্ধির একটি তথ্য তুলে ধরেন৷ কেন্দ্রীয় পরিসংখ্যান ও কার্যক্রম বাস্তবায়নের ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী জানান, অন্য রাজ্যের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার সবচেয়ে বেশি৷ জিডিপি বৃদ্ধি ৬.৮ শতাংশ৷ বর্তমানে দেশের জিডিপি বৃদ্ধির হার ১২.২ শতাংশ৷ সেখানে রাজ্যের বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২২.৫৮ শতাংশ৷

অর্থমন্ত্রী যে তথ্য তুলে ধরেছেন তাতে বলা হয়েছে, স্থায়ী মূল্যে জিডিপি বৃদ্ধির হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ৷ দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ৷ এই জিডিপি বৃদ্ধির পেছনে বিশ্ববাণিজ্য সম্মেলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী৷ জানান, শুধুমাত্র বিশ্ববাণিজ্য সম্মেলন থেকেই ২০১৭-১৮ অর্থবর্ষে সাড়ে ২৬ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল৷ ২০১৮-১৯ সালে তা বেড়ে ৪৬.৬৯ কোটি টাকা হয়েছে৷ অর্থাৎ এক্ষেত্রে ৪৩ শতাংশ জিডিপি বৃদ্ধি হয়েছে৷ যদিও রাজ্যের অর্থ দপ্তরের দাবি নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷ জিডিপিকে হাতিয়ার করে পে কমিশন চালু করার নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে বিরোধীরা৷

রাজ্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, জিডিপি নিয়ে সরকার বিভ্রান্তি মূলক তথ্য দিচ্ছে৷ গোয়ার থেকে রাজ্যের জিডিপি যদি বেশি হয়, তাহলে এই রাজ্যের সরকারি কর্মীদের বেতন অন্য রাজ্যে তুলনায় কেন৷ গ্রুপ-ডি কর্মীদের তুলনায় এই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কম কেন? প্রশ্ন তোলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =