ধনতেরাসে রেকর্ড পতন সোনার বিক্রি, কোথায় সুদিন?

নয়াদিল্লি: ধনতেরাস, হিন্দুদের এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক অটুট বিশ্বাস৷ কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথির দিনে ধন অর্থাৎ মূল্যবান ধাতু বা সামগ্রী কিনলে সেই সম্পদ নাকি ১৩ গুণ বৃদ্ধি পায়৷ তবে এবছর সেই অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির উৎসাহ ছিল ম্লান৷ শুক্রবার ধনতরাসের দিনেও কার্যত ভিড় চোখে পড়ল না সোনার দোকানে৷ ধনতেরাসের বাজার শুরু হয় উৎসবের

ধনতেরাসে রেকর্ড পতন সোনার বিক্রি, কোথায় সুদিন?

নয়াদিল্লি: ধনতেরাস, হিন্দুদের এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক অটুট বিশ্বাস৷ কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথির দিনে ধন অর্থাৎ মূল্যবান ধাতু বা সামগ্রী কিনলে সেই সম্পদ নাকি ১৩ গুণ বৃদ্ধি পায়৷ তবে এবছর সেই অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির উৎসাহ ছিল ম্লান৷ শুক্রবার ধনতরাসের দিনেও কার্যত ভিড় চোখে পড়ল না সোনার দোকানে৷

ধনতেরাসের বাজার শুরু হয় উৎসবের ঠিক দু’দিন আগে থেকেই৷ এই বছর শুরু থেকেই সেই বাজারে ছিল মন্দা৷ শুক্রবার ধনতেরাসের দিনে সেই চিত্রটা আরও পরিষ্কার হল৷ মূলত সোনা, রূপোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি একইসঙ্গে আর্থিক মন্দাকেই এর জন্য দায়ী করেছেন ব্যাবসায়ী থেকে বিশেষজ্ঞ মহল৷

এদিন সোনার দাম প্রতি ১০০ গ্রামে ২২০ টাকা বেড়ে ৩৯,২৪০ টাকায় দাঁড়িয়েছে৷ ২০১৮ ধনতেরাসের তুলনায় ২০ শতাংশ বেড়ে যখন দাম ছিল ১০ গ্রামে ৩২,৬৯০ টাকা৷ ধনতেরাসে সোনা-রূপো বিক্রির পরিমাণ প্রায় ৪০ শতাংশ কমেছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশনের(সিএআইটি)৷ সিএআইটি-র গোল্ড ও জুয়েলারী কমিটির চেয়ারম্যান পঙ্কজ অরোরা এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছেন, বিগত দশ বছরের হিসেবে এবছরের ধনতেরাসর ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক৷

ধনতেরাসে রেকর্ড পতন সোনার বিক্রি, কোথায় সুদিন?

যদিও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর সোমসুন্দরম পিআর জানিয়েছেন একদিকে যখন সরাসরি বাজারে সোনা কিনতে অস্বাভাবিক বর্ধিত মূল্য দিতে হচ্ছে, তখন অন্যদিকে বুলিয়ান মার্কেটে ডিজিটাল মাধ্যমে সোনা ক্রয়ে অত্যধিক ছাড়, সেক্ষেত্রে সোনা কেনার পদ্ধতি নিয়ে গ্রাহকের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে৷ তাই গয়নার দোকানে তেমন ভিড় চোখে পড়ছে না৷ স্বর্ণব্যাবসায়ীরা জানিয়েছেন, গয়না কেনার পরিবর্তে এবার ধনতেরাসে সোনা-রূপোর কয়েন কেনার উৎসাহ ছিল অনেকটাই বেশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *