খারিফ মরসুমে ধান কেনার কাজ শুরু করল রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষকদের ধান কেনার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘ধান দিন চেক নিন’ পদ্ধতির কথা ঘোষণা করা হয়েছিল৷ যার মাধ্যমে ধানের মূল্য সরাসরি চেকের মাধ্যমে পৌঁছে দেওয়া দেওয়া হবে কৃষকদের কাছে৷ জানা গিয়েছে, নতুন এই পদ্ধতি অনুসারে রাজ্য সরকার ১ নভেম্বর থেকে ২০১৯-২০ খারিফ মরসুমে কুইন্টাল প্রতি নূন্যতম ১৮১৫

3 stocks recomended

খারিফ মরসুমে ধান কেনার কাজ শুরু করল রাজ্য সরকার

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষকদের ধান কেনার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘ধান দিন চেক নিন’ পদ্ধতির কথা ঘোষণা করা হয়েছিল৷ যার মাধ্যমে ধানের মূল্য সরাসরি চেকের মাধ্যমে পৌঁছে দেওয়া দেওয়া হবে কৃষকদের কাছে৷

জানা গিয়েছে, নতুন এই পদ্ধতি অনুসারে রাজ্য সরকার ১ নভেম্বর থেকে ২০১৯-২০ খারিফ মরসুমে কুইন্টাল প্রতি নূন্যতম ১৮১৫ টাকা দরে ধান ক্রয় কেন্দ্র থেকে ধান ক্রয় শুরু করেছে৷ প্রত্যেক সপ্তাহে সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা থাকবে এই ধান ক্রয় কেন্দ্র৷ সম্প্রতি রাজ্যের জেলাগুলিতে সব মিলিয়ে মোট ২৯১টি ধান ক্রয় কেন্দ্র রয়েছে৷ পাশাপাশি কৃষকদের কাজে উৎসাহিত করার জন্য অভিনব এই ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে কুইন্টাল পিছু বাড়তি ২০ টাকা করে উৎসাহ মূল্য দেওয়ারও ব্যাবস্থা করা হয়েছে৷

এছাড়াও ধান বিক্রির জন্য কৃষক বন্ধুদের জন্য রয়েছে নিবন্ধীকরন কার্ড৷ উল্লেখ্য, চলতি ২০১৯-২০ খারিফ মরসুমে সর্বাধিক ৪৫ কুইন্টাল ধান বিক্রি করা যাবে৷ ইচ্ছুক কৃষক বন্ধুদের এই ধান বিক্রয়কেন্দ্রে ধান বিক্রি করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে সেগুলি হল, ভোটার কার্ড, আইএফএসসি কোড যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের পাস বই, দু’কপি ছবি ও মোবাইল নম্বর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =