কালো টাকার সন্ধানে বাংলায় আসছেন অর্থমন্ত্রী নির্মলা, নজরে আয়কর

কলকাতা: পশ্চিমবঙ্গে কীভাবে আয়কর ও জিএসটি আদায় আরও বাড়ানো যায়, তার কৌশল ঠিক করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ নজরে থাকবে এ রাজ্যের কালো টাকায়৷ আগামী ১৬ আগস্ট তিনি জিএসটি ও আয়করের আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সংশ্লিষ্ট মহলের কর্তাদের বক্তব্য, শহরে এসে অফিসারদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠকের নজির সাম্প্রতিককালে নেই। নরেন্দ্র মোদি সরকারের

3 stocks recomended

কালো টাকার সন্ধানে বাংলায় আসছেন অর্থমন্ত্রী নির্মলা, নজরে আয়কর

কলকাতা: পশ্চিমবঙ্গে কীভাবে আয়কর ও জিএসটি আদায় আরও বাড়ানো যায়, তার কৌশল ঠিক করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ নজরে থাকবে এ রাজ্যের কালো টাকায়৷

আগামী ১৬ আগস্ট তিনি জিএসটি ও আয়করের আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। সংশ্লিষ্ট মহলের কর্তাদের বক্তব্য, শহরে এসে অফিসারদের সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠকের নজির সাম্প্রতিককালে নেই। নরেন্দ্র মোদি সরকারের প্রথম অধ্যায়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি তো বটেই, ইউপিএ সরকারের সময়ে পি চিদম্বরমও কখনও এই উদ্যোগ নেননি। বৈঠকে নির্মলা সীতারামন কী বার্তা দেন, এখন সেদিকেই নজর রাজস্ব বিভাগের অফিসারদের।
আয়কর আদায়ের নিরিখে গত আর্থিক বছরে দেশে ন’নম্বর জায়গায় ছিল কলকাতা সার্কেল বা পশ্চিমবঙ্গ। দেশে যে ১৯টি সার্কেল আছে, তার মধ্যে কলকাতা সার্কেল অন্যতম। গত ৩১ মার্চ পর্যন্ত কলকাতা সার্কেল থেকে মোট আয়কর আদায় হয়েছে ৪৩ হাজার ১৭৯ কোটি টাকা। তার আগের বছরের তুলনায় আয়কর আদায় বৃদ্ধির হার ৮.২ শতাংশ। এদিকে, গোটা দেশে বৃদ্ধির হার ১৬.৯ শতাংশ। এই যেখানে বাংলার হাল, সেখানে চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য টার্গেট রাখা হয়েছে ৫২ হাজার ৮৫৮ কোটি টাকা। কীভাবে আদায় হবে এত টাকা, প্রশ্ন উঠছে দপ্তরেই।

সূত্রের খবর, আপাতত ঠিক হয়েছে দক্ষিণ কলকাতার একটি সভাগৃহে আয়কর ও জিএসটি’র উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠকে বসবেন নির্মলা সীতারামন। সেখানেই কর আদায়ে এ রাজ্যের অসুবিধা ও সম্ভাবনার কথা শুনবেন তিনি। বাংলা থেকে দিল্লি কী চায়, তা আরও বিশদে জানাবেন অর্থমন্ত্রী,মনে করছে অফিসাররা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + one =