সোনার দামে আগুন, ভাঙল ছ’বছরের রেকর্ড

নয়াদিল্লি: চলছে শ্রাবণের বিয়ের মরসুম৷ রয়েছে চাহিদা৷ কিন্তু, কেন্দ্রের চাপানো শুল্কের ঠেলায় আগুন লেগেছে সোনার দামে৷ সোনার দাম পেরিয়ে গিয়েছে ৩৭ হাজারের অঙ্ক৷ আজ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৯০টাকা৷ ২৪ ক্যারেট সোনা লিফিয়ে বেড়েছে ৩৭ হাজার ৭৪০ টাকা? চিন ও মার্কিন শোয়ার বাজারে টানাপোড়েন ও দেশীয় আর্থনীতিতে উদ্বেগের জেরে

3 stocks recomended

সোনার দামে আগুন, ভাঙল ছ’বছরের রেকর্ড

নয়াদিল্লি: চলছে শ্রাবণের বিয়ের মরসুম৷ রয়েছে চাহিদা৷ কিন্তু, কেন্দ্রের চাপানো শুল্কের ঠেলায় আগুন লেগেছে সোনার দামে৷ সোনার দাম পেরিয়ে গিয়েছে ৩৭ হাজারের অঙ্ক৷ আজ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৯০টাকা৷ ২৪ ক্যারেট সোনা লিফিয়ে বেড়েছে ৩৭ হাজার ৭৪০ টাকা? চিন ও মার্কিন শোয়ার বাজারে টানাপোড়েন ও দেশীয় আর্থনীতিতে উদ্বেগের জেরে লগ্নিকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা কিনতে শুরু করেছেন৷ তার তাতেই লাফিয়ে বাড়ছে মূল্যবৃদ্ধি৷

চিন ও মার্কিন বাণিজ্য সংক্রান্ত টানাপোড়েনের জেরে আন্তর্জাতিক ক্ষেত্রে সোনার দাম গত ছয় বছরে প্রতি আউন্সে ১ হাজার ৫০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে৷ দেশীয় বাজারে আর্থিক নিম্নগতির আশঙ্কাও সোনার মূল্যবৃদ্ধিতে ইন্ধন দিচ্ছে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের৷ বৃহস্পতিবার দিল্লিতে ৯৯.৯ ও ৯৯.৫ শতাংশ শুদ্ধ সোনার দাম ৫৫০ টাকা বেড়ে ৩৭ হাজারের অঙ্ক পেরিয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =