কমছে সোনার দাম, ধনতেরাসে মন্দা কাটার ইঙ্গিত

কলকাতা: ব্যবসায় মন্দা হাল মেনে নিতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরা৷ দেশব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় লোকসানের মুখ দেখতে হয়েছে৷ তবে ধনতেরাসে বিক্রি বাড়বে বলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্যের বেশিরভাগ স্বর্ণ ব্যবসায়ী৷ ব্যবসায়ীদের মতে, গোটা পুজোর সমশুম চলে গেলও তেমন সোনার গয়না বিক্রি হয়নি৷ তবে বিশ্ববাজারে সোনা-রুপোর দাম কমেছে৷ যা দীপাবলীর

কমছে সোনার দাম, ধনতেরাসে মন্দা কাটার ইঙ্গিত

কলকাতা: ব্যবসায় মন্দা হাল মেনে নিতে পারছেন না স্বর্ণ ব্যবসায়ীরা৷ দেশব্যাপী আর্থিক মন্দার প্রভাবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় লোকসানের মুখ দেখতে হয়েছে৷ তবে ধনতেরাসে বিক্রি বাড়বে বলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্যের বেশিরভাগ স্বর্ণ ব্যবসায়ী৷

ব্যবসায়ীদের মতে, গোটা পুজোর সমশুম চলে গেলও তেমন সোনার গয়না বিক্রি হয়নি৷ তবে বিশ্ববাজারে সোনা-রুপোর দাম কমেছে৷ যা দীপাবলীর আগে সুখবর বলে মনে করা করছেন ব্যবসায়ীরা৷ ফলে, ধনতেরাসে বিক্রি বাড়বে বলে আশা তাঁদের৷

এই মুহূর্তে বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩৯ হাজার টাকার বেশি৷ প্রতি কেজিতে ৪৩০ টাকা দাম কমেছে বলে ব্যবসায়ী মহল সূত্রে খবর৷ গত শুক্রবার লন্ডন এবং নিউইয়ার্কে বাজারে এক আউন্স বা ২৮.৩৫ গ্রাম সোনার দাম ১২.৭০ ডলার হ্রাস পেয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৯০০ টাকার বেশি৷ সপ্তাহান্তে আন্তর্জাতিক বাজারের প্রতি আউন্স সোনার দাম ছিল ১৪.৮২ ডলার৷ বাজারে সোনার দাম কমার প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা৷

যদিও কেন্দ্রীয় বাজেটে সোনার আমদানি শুল্কে ২.৫ শতাংশ বৃদ্ধি করেছে৷ একই সঙ্গে সোনায় ৩ শতাংশ জিএসটি যুক্ত করেছে সরকার৷ ফলে লাফিয়ে বেড়েছিল সোনার দাম৷ কিন্তু ধনতেরাসের আগে সোনার দাম কমায় মন্দা কাটিয়ে লাভের মুখ দেখার ইঙ্গিত দিচ্ছেন ব্যবসায়ীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *