রেল যাত্রীদের জন্য সুখবর, টিকিটে ছাড় ২৫ শতাংশ

নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর৷ দূরপাল্লার টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা ভারতীয় রেলের৷ রেলের খালি যাওয়া আসন পূর্ণ করার লক্ষ্যেই টিকিটে এই বাড়তি ছাড়ার ঘোষণা বলে জানা গিয়েছে৷ আপাতত শতাব্দী, গতিমান, তেজাস এক্সপ্রেসে এই ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী জানানো হয়েছে৷ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে ভারতীয় রেল৷ পরিসংখ্যান বলছে, কখনও কখনও

রেল যাত্রীদের জন্য সুখবর, টিকিটে ছাড় ২৫ শতাংশ

নয়াদিল্লি: রেলযাত্রীদের জন্য সুখবর৷ দূরপাল্লার টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা ভারতীয় রেলের৷ রেলের খালি যাওয়া আসন পূর্ণ করার লক্ষ্যেই টিকিটে এই বাড়তি ছাড়ার ঘোষণা বলে জানা গিয়েছে৷ আপাতত শতাব্দী, গতিমান, তেজাস এক্সপ্রেসে এই ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী জানানো হয়েছে৷ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে ভারতীয় রেল৷

পরিসংখ্যান বলছে, কখনও কখনও ট্রেনের যাত্রার সময় ৫০ শতাংশ বা তা বেশি আসন ফাঁকা হয়ে যায়৷ ওই আসনগুলির যাতে ফাঁকা না থাকে তার জন্য ট্রেনের টিকিটে ছাড়া দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ নির্দিষ্ট কয়েক ঘণ্টা আগেই এই ২৫ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বিভিন্ন রুটে ট্রেনে ছাড়ের তারতম্য হতে পারে৷ সর্বোচ্চ ছাড় ২৫ শতাংশ রাখা হচ্ছে৷ পরিস্থিতি বুঝে বা ফাঁকা আসনের সংখ্যা নির্ণয় করার সপ্তাহে একদিন বা মাসে-মাসে এই ছাড় মিলতে পারে৷ যদি দেখা যায় কোন নির্দিষ্ট ট্রেন ফাঁকা আসন নিয়ে ছুঁটছে কিংবা বিশেষ কোনও স্টেশনে যাত্রীদের অধিকাংশ নেমে যাচ্ছেন, বা ট্রেন খালি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই ছাড়ার ঘোষণা হতে পারে৷

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দি এক্সপ্রেসে মালদহ টাউন থেকে হাওড়া পর্যন্ত অনেক সময় খালি হয়ে যায়৷ সেই সময়ে নির্দিষ্ট স্টেশন থেকে টিকিট কাটলে ভাড়া সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে৷ কোনও ট্রেনের আসন খালি কিংবা কম থাকে তাহলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট স্টেশন ম্যানেজারদের জমা দেয়ার কথা বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *